ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসছে কঠোর নিয়ম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৫:৫৪:২৬
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আসছে কঠোর নিয়ম

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কর্তৃপক্ষ ঘোষণা করেছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালালে ভিডিও নজরদারির মাধ্যমে মামলা দায়ের করা হবে। তিনবারের বেশি অতিরিক্ত গতিতে চললে গাড়িটিকে নিষিদ্ধ করা হবে এক্সপ্রেসওয়েতে।

বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার, তবে এই সীমা বাড়িয়ে ৮০ কিলোমিটার করার প্রস্তাব করা হয়েছে। কর্তৃপক্ষ ইতোমধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে এই পরিবর্তন সম্পর্কে। এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, গতি ১০০ কিলোমিটার অতিক্রম করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ মামলা করবে।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর খিলক্ষেতে এক্সপ্রেসওয়ের অফিসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান। তিনি বলেন, "১০০ কিলোমিটার গতির বেশি চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করা হবে।"

এছাড়া, এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, চলাচলকারী যানবাহনের গতির রেকর্ড রাখা হবে ভিডিও নজরদারি মাধ্যমে। নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো গাড়ি তিনবারের বেশি গতি সীমা অতিক্রম করে, সেক্ষেত্রে ভবিষ্যতে ওই গাড়িটিকে এক্সপ্রেসওয়েতে চলাচলের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে।

এ উদ্যোগটি নিরাপদ যান চলাচল নিশ্চিত করার লক্ষ্যে নেওয়া হয়েছে, যাতে এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের জন্য একটি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ