ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৮ ১৮:২৬:৩৯
আজ থেকে সারা দেশে শুরু হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’

গাজীপুরে শুক্রবার রাতে ছাত্র ও সাধারণ মানুষের ওপর হামলার ঘটনার পর, আজ শনিবার থেকে যৌথ বাহিনী বিশেষ অভিযান শুরু করতে যাচ্ছে। এই অভিযানকে নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গাজীপুরে সংঘটিত ঘটনার পর শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অপারেশন ডেভিল হান্ট চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যার মূল লক্ষ্য সংশ্লিষ্ট এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিত করা এবং হামলার সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, অপারেশন ডেভিল হান্টের বিস্তারিত তথ্য আগামীকাল, রবিবার এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে। এতে উল্লেখ করা হয় যে, পতিত স্বৈরাচারের সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন ছাত্র ও সাধারণ মানুষ গুরুতর আহত হয়েছেন।

সাম্প্রতিক এ ঘটনায় সারাদেশে উদ্বেগ সৃষ্টি হয়েছে, আর তাই আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। অভিযানের মাধ্যমে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ