ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী আটক

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১১:০৮:৫৯
অপারেশন ডেভিল হান্ট: আওয়ামী লীগের ৪০ নেতাকর্মী আটক

দেশজুড়ে চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গাজীপুর জেলার পাঁচ থানায় ৪০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

রোববার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শনিবার শুরু হওয়া অভিযানে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৪০ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার আরও বলেন, “আটক ব্যক্তিরা বিভিন্নভাবে ফ্যাসিস্ট সরকারের লোকজন। আন্দোলনের নামে নিষিদ্ধ সংগঠনের অনেক নেতাকর্মী অপতৎপরতা চালাচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী গাজীপুরে এ অভিযান পরিচালিত হচ্ছে।”

অভিযান চলাকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে রাতভর অভিযান পরিচালনা করে। তবে তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে আটক বা গ্রেপ্তারের কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সরকারের নির্দেশনায় পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’ ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিস্তৃত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অভিযান চলমান থাকবে এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ