ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

বিপিএল মাতিয়ে জাতীয় দলে ডাক পাওয়ার পথে যারা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ০৯ ১৬:৩৪:৫৬
বিপিএল মাতিয়ে জাতীয় দলে ডাক পাওয়ার পথে যারা

এবারের বিপিএল ছিল দেশের ক্রিকেটের জন্য এক দারুণ মঞ্চ, যেখানে দেশীয় ক্রিকেটাররা একে একে নিজেদের অবস্থান শক্ত করলেন। বিশেষ করে তরুণ ক্রিকেটারদের পারফরমেন্স ছিল আলোচিত, এবং বেশ কিছু প্রতিভা জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি করেছেন। বিপিএল শেষে ফরচুন বরিশাল টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেও, মাঠের বাইরে চলা নানা বিতর্কের মাঝেও ক্রিকেটারদের দুর্দান্ত পারফরমেন্স মনোযোগ আকর্ষণ করেছে।

বিপিএল ২০২৫ ছিল গত কয়েক বছরের তুলনায় অনেক জমজমাট। এবারের মৌসুমে দেশের স্থানীয় ক্রিকেটাররা, বিশেষ করে তরুণরা, ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই নিজেদের সেরাটা দিয়েছেন। সেরা রান সংগ্রাহকদের শীর্ষ পাঁচজনের মধ্যে চারজনই ছিলেন দেশীয় ব্যাটার। এছাড়া চার ছক্কার দিক থেকেও বেশ কিছু তরুণ ক্রিকেটার নজর কেড়েছেন। বিশেষভাবে আলোচিত নাম ছিল সাব্বির রহমানের, যার ফর্মে ফেরাটা ছিল বিপিএল এর অন্যতম ইতিবাচক দিক।

ঢাকা ক্যাপিটালস দল যদিও দলগতভাবে সফল হয়নি, তবে ব্যাট হাতে সাব্বির ছিলেন একেবারে আলাদা। তিনি ৯ ইনিংসে ৩৫ গড় এবং ১০৭ স্ট্রাইক রেটে ১৮৯ রান করেছেন, যার মধ্যে ১৮ টি ছক্কা ছিল। আবারও জাতীয় দলে ঢোকার জন্য প্রস্তুত এই হার্ড হিটার ব্যাটার।

তবে এবারের বিপিএল এ সবচেয়ে বড় আবিষ্কার ছিলেন মাহিদুল ইসলাম অঙ্কন। খুলনার উইকেট কিপার ব্যাটার ১২ ইনিংসে ৩১৬ রান করেছেন এবং তার হিটিং এবিলিটি ছিল চমকপ্রদ। প্রায় ১৭৫ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ক্রিকেটারের ডেথ ওভারগুলোতে রান তোলার দক্ষতা বেশ নজর কেড়েছে। তিনি ১৬ থেকে ২০ ওভার পর্যন্ত ২০০ রানের বেশি করেছেন, যা বিপিএল ইতিহাসে একটি বিরল ঘটনা। অঙ্কনকে জাতীয় টিটয়েন্টি স্কোয়াডে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আলিস আল ইসলাম চিটাগাং কিংসকে ফাইনালে নিয়ে যাওয়ার নায়ক হিসেবে পরিচিতি পেয়েছেন। পুরো টুর্নামেন্ট জুড়ে তার ইকোনমিক্যাল বোলিং এবং ১৫ উইকেটের পারফরমেন্স ছিল চমকপ্রদ। তার বোলিং দক্ষতা এবং ব্যাট হাতে সামান্য কন্ট্রিবিউশন তাকে জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রেখেছে।

এছাড়া জাকির হাসান এবারের বিপিএলে ১২ ইনিংসে ১৪০ স্ট্রাইক রেটে ৩৮৯ রান করেছেন। সিলেট স্ট্রাইকারদের দুইটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কারও পেয়েছেন তিনি। তার ইনিংসগুলোতে শক্তিশালী পারফরমেন্স ছিল, যা তাকে জাতীয় দলে জায়গা পাওয়ার সম্ভাবনা বাড়িয়েছে।

এছাড়া আবু হায়দার রনি, ইয়াসির আলী চৌধুরী, রাব্বি, আনামুল হক বিজয়সহ অভিজ্ঞ ক্রিকেটাররা এবারের বিপিএলে নিজেদের নতুন করে পরিচিত করেছেন। এই সিজনে তাদের পারফরমেন্সও জাতীয় দলে ডাক পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

এভাবে বিপিএলের এই মৌসুমটি দেশে ক্রিকেটের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে তরুণ ক্রিকেটারদের দক্ষতা এবং সম্ভাবনা অনেকটাই উন্মোচিত হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ