ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আজ রাতেই ব্যাপক ঝড়ের কবলে দেশের ১২ অঞ্চলে

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১১ ২০:৫৫:১১
আজ রাতেই ব্যাপক ঝড়ের কবলে দেশের ১২ অঞ্চলে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ ১২টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সতর্কবার্তাটি আজ শুক্রবার (১১ অক্টোবর) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা হয়েছে।

এদিকে আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয় যে, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে দমকা হাওয়া বয়ে যেতে পারে, সঙ্গে থাকতে পারে বজ্রসহ বৃষ্টি। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে।

মৌসুমি বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত, যার ফলে দেশের সব বিভাগেই ঝড়ো হাওয়া ও বৃষ্টির প্রবণতা থাকবে। আগামী কয়েক দিন এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে