ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

ব্রেকিং নিউজ: কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১১:৩৯:৪৩
ব্রেকিং নিউজ: কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

খুলনা জেলা কারাগারে এক আসামির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আকতার শিকদার (৪৪)। তিনি ২৭ জানুয়ারি থেকে কারাগারে বন্দী ছিলেন।

জানা যায়, রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে আকতার শিকদার হার্ট অ্যাটাক করে। পরবর্তীতে তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ২:৩০ টায় তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাককে দায়ী করা হচ্ছে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুলনা জেলা কারাগারের জেল সুপার মো. নাসির উদ্দিন এ বিষয়ে নিশ্চিত করেছেন। তিনি জানান, আকতার শিকদার মারামারি ও বিস্ফোরক মামলায় ২৭ জানুয়ারি কারাগারে গমন করেছিলেন।

অন্যদিকে, ২০১৮ সালে বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলালের গাড়িবহরে হামলার অভিযোগে আকতার শিকদারের বিরুদ্ধে তেরখাদা থানায় মামলা দায়ের হয়েছিল। ওই মামলার আসামি হিসেবে তিনি ৪ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন করেন। তবে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়, আর সে থেকেই তিনি খুলনা কারাগারে ছিলেন।

এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে