ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিপিএলে ম্যাচ পায়নি শান্ত যা বললেন কোচ ফিল সিমন্স

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৫:৩৫:১৫
বিপিএলে ম্যাচ পায়নি শান্ত যা বললেন কোচ ফিল সিমন্স

চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে শনিবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি অনুশীলনে যোগ দিয়েছেন আরও কয়েকজন ক্রিকেটার। প্রধান কোচ ফিল সিমন্স-এর তত্ত্বাবধানে চলমান এই অনুশীলন ক্যাম্প চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।

সোমবার অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ফিল সিমন্স। সেখানে উঠে আসে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-র প্রস্তুতি প্রসঙ্গ। বিপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি শান্ত। তার প্রস্তুতি কেমন হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে সিমন্স বলেন, "সে খেলুক বা না খেলুক, প্রতিদিনই কঠোর পরিশ্রম করেছে। মানসিকভাবে দৃঢ় থাকা খুব গুরুত্বপূর্ণ। ৫০ ওভারের ম্যাচ হয়নি, এটা সত্যি। সে খুব বেশি ম্যাচ খেলতে পারেনি, তবে যথাযথ প্রস্তুতি নিয়েছে এবং সামনেও নিবে।"

বাংলাদেশ দলের অনুশীলন প্রসঙ্গে সিমন্স জানান, দলের প্রস্তুতিতে সব ধরনের অনুশীলনই রাখা হয়েছে। তিনি বলেন, "এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্যই আমরা দিনের আলোতে ব্যাটিং-বোলিং করছি, আবার সন্ধ্যায় ফ্লাডলাইটেও প্র্যাকটিস করব। ৫০ ওভারের ব্যাটিংয়ের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নেবো।"

সম্প্রতি ক্রিকেটাররা টি-টোয়েন্টি ফরম্যাটে বেশি ব্যস্ত ছিলেন। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আদর্শ প্রস্তুতি হয়েছে কিনা, এমন প্রশ্নে সিমন্স স্বীকার করেন যে যথাযথ প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি। তিনি বলেন, "হ্যাঁ, আমি একমত যে আমরা সেরা প্রস্তুতি নিতে পারিনি। তবে ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেটের মধ্যেই ছিল, তাই স্কিলের দিক থেকে তারা প্রস্তুত। এখন আগামী ৬-৭ দিনে মানসিকভাবে প্রস্তুত হতে হবে। তাদের দক্ষতা আছে, ভালোও খেলেছে। এখন শুধু ওয়ানডে ফরম্যাটের মানসিকতায় প্রবেশ করলেই হবে।"

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বাংলাদেশ দলকে ওয়ানডে মুডে ফেরানোই এখন প্রধান চ্যালেঞ্জ। ফিল সিমন্স ও তার কোচিং স্টাফরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত