ঢাকা, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

বিচ্ছেদের গুঞ্জন: কারিনার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তোলপাড়

২০২৫ ফেব্রুয়ারি ১০ ২০:৪৪:১০
বিচ্ছেদের গুঞ্জন: কারিনার ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে তোলপাড়

বলিউডের জনপ্রিয় দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানকে ঘিরে নতুন গুঞ্জনের সূত্রপাত হয়েছে। সাইফের সাম্প্রতিক এক হামলার ঘটনার পর থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও শুরু হয়েছে নানা জল্পনা। বিশেষ করে, কারিনার এক ইনস্টাগ্রাম পোস্ট ঘিরে অনুরাগীদের মধ্যে প্রশ্নের ঝড় উঠেছে।

১৬ জানুয়ারি গভীর রাতে মুম্বাইয়ে নিজের বাড়িতে আকস্মিকভাবে এক ব্যক্তির হামলার শিকার হন সাইফ আলি খান। হামলাকারী তার ছোট ছেলে জেহের ঘরে প্রবেশ করে, আর সাইফ বাধা দিতে গেলে তাকে ছয়বার ছুরিকাঘাত করা হয়। এই মর্মান্তিক ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এমন গুরুতর ঘটনার পরেও কারিনার হাসপাতাল না যাওয়া নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকেই দাবি করেছেন, ঘটনার রাতে কারিনা নাকি মদ্যপ অবস্থায় ছিলেন, তাই তিনি সাইফের পাশে থাকতে পারেননি। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

৮ ফেব্রুয়ারি কারিনা কাপুর খান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি দার্শনিক পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন—

‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং—এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে ঘটবে। বাস্তব জীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কিছুই হয় না। জীবন যতক্ষণ না তোমাকে কঠোর পরীক্ষায় ফেলে নম্রতার পাঠ শেখায়, ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে স্মার্ট ভাবতেই থাকবে।’

এই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। অনেকেই মনে করছেন, এটি নিছক দার্শনিক ভাবনার বহিঃপ্রকাশ, আবার কেউ কেউ ধারণা করছেন, এটি তার ব্যক্তিগত জীবনের সংকটের ইঙ্গিত বহন করছে। এমনকি কেউ কেউ মনে করছেন, এটি সাইফের ওপর হামলার ঘটনায় কারিনার জড়িত থাকার গুজবের জবাবও হতে পারে।

সাইফের ওপর হামলার ঘটনায় পতৌদি পরিবার বেশ উদ্বিগ্ন থাকলেও, তারা এখন পর্যন্ত এ বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি। অন্যদিকে, কারিনার পোস্ট নতুন করে তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ উস্কে দিয়েছে।

বলিউডের এই আলোচিত জুটির সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চললেও, সাইফ বা কারিনা কেউই আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। তবে সাম্প্রতিক ঘটনাগুলোকে ঘিরে ভক্তরা দাম্পত্য জীবনের টানাপোড়েনের ইঙ্গিত খুঁজে পাচ্ছেন। সময়ই বলে দেবে, আদৌ তাদের সম্পর্ক স্বাভাবিক রয়েছে, নাকি সত্যিই কোনো বড় পরিবর্তন আসতে চলেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে