ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিবকে নিয়ে যা বললেন শান্ত

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১২ ১৪:৫৭:৪১
চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সাকিবকে নিয়ে যা বললেন শান্ত

আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াডে জায়গা হয়নি দলের অন্যতম সেরা পারফর্মার সাকিব আল হাসান ও অভিজ্ঞ ব্যাটার লিটন দাসের। দল ঘোষণার পর থেকে এই সিদ্ধান্ত নিয়ে নানা আলোচনা হলেও এতদিন এ বিষয়ে মুখ খুলেননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির শেষ দিন বুধবার (১২ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের মত প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান, দলে সাকিব না থাকায় তাকে মিস করবেন কি না? জবাবে শান্ত সোজাসাপ্টা বলেন,

“হ্যাঁ, অবশ্যই মিস করবো।”

তবে পরক্ষণেই প্রশ্নকর্তার উদ্দেশে খানিকটা বিস্ময়ের সুরে বলেন,

"আসলে এই প্রশ্নটা আমার মনে হয় কেন করলেন? সবাই জানে, আমরা তাকে মিস করবো। থাকলে ভালো হতো—এই উত্তর তো আগেও অনেকবার শুনেছেন। এত বড় টুর্নামেন্টে যাওয়ার আগে এই প্রসঙ্গ তোলা কতটা যৌক্তিক, সেটাই ভাবছি।”

শেষবার যখন বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছিল, তখন দল পৌঁছেছিল সেমিফাইনালে—যা এই টুর্নামেন্টে টাইগারদের সেরা সাফল্য। সেই স্মৃতি এবারও দলকে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে বলে মনে করেন অধিনায়ক।

তিনি বলেন,

“শেষবার যখন খেলেছিলাম, দারুণ একটা স্মৃতি তৈরি হয়েছিল। সেমিফাইনালে খেলেছিলাম, যা আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। দেশের মানুষ, পরিবার—সবাই চায় আমরা ভালো কিছু করি। তাই এখন পর্যন্ত যে প্রস্তুতি নিয়েছি, তাতে আমরা আত্মবিশ্বাসী যে ভালো কিছু সম্ভব।”

চ্যাম্পিয়ন্স ট্রফির ‘গ্রুপ অব ডেথ’-এ পড়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড—তিনটি দলই বিশ্ব ক্রিকেটের পাওয়ারহাউস। তবে কঠিন প্রতিপক্ষকে সামনে রেখে আত্মবিশ্বাস হারাচ্ছেন না শান্ত, বরং শিরোপার স্বপ্নই দেখছেন তিনি।

তার ভাষায়,

“আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি।”

পাশাপাশি অতিরিক্ত চাপের প্রশ্ন উড়িয়ে দিয়ে তিনি বলেন,

“আমার মনে হয় না এতে কোনো বাড়তি চাপ আছে। আটটি দলই চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়বে, সবাই যোগ্য প্রতিদ্বন্দ্বী। আমাদের দলেরও সেই সামর্থ্য আছে, তাই আমরা আত্মবিশ্বাসী। বাড়তি চাপ কেউ অনুভব করবে না। বরং সবাই মনেপ্রাণে বিশ্বাস করে যে আমাদের হাতেও শিরোপা ওঠার সম্ভাবনা রয়েছে।”

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। এরপর নিউজিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে টাইগাররা। প্রতিটি ম্যাচই বড় চ্যালেঞ্জ, তবে শান্তর বিশ্বাস—শুধু ভালো খেলার জন্য নয়, জয়ের লক্ষ্য নিয়েই নামবে বাংলাদেশ।

আপনার মতে, বাংলাদেশ কি পারবে শিরোপা জিততে? কমেন্টে জানান!

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত