ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

অস্ট্রেলিয়ায় হঠাৎ দেখা, স্মৃতিচারণায় ইমরুল-হাথুরু

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১১:১৫:৫২
অস্ট্রেলিয়ায় হঠাৎ দেখা, স্মৃতিচারণায় ইমরুল-হাথুরু

বাংলাদেশ ক্রিকেটে চন্ডিকা হাথুরুসিংহের দ্বিতীয় অধ্যায় ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। গত বছর দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে তাকে বরখাস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার বিদায়ের পর অনেক আলোচনা-সমালোচনা হলেও এখন তিনি নতুন জীবনে ব্যস্ত।

এদিকে, একই বছর ক্রিকেটকে বিদায় বলেছেন অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার ইমরুল কায়েস। জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) শেষে উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়ে তিনি পেশাদার ক্রিকেটকে বিদায় জানান। দুই ভিন্ন সময়ে ক্রিকেট থেকে দূরে সরে গেলেও ভাগ্যের ফেরে অস্ট্রেলিয়ায় হঠাৎ দেখা হয়ে গেল এই দুই পরিচিত মুখের।

নিউ সাউথ ওয়েলসে আকস্মিকভাবে দেখা হয়ে যায় ইমরুল ও হাথুরুসিংহের। এই অনাকাঙ্ক্ষিত সাক্ষাতের কথা জানা যায় ইমরুল কায়েসের ফেসবুক পোস্ট থেকে। সাবেক কোচের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, ‘চেনা চেনা লাগে, তবু অচেনা’। সঙ্গে তিনি হাথুরুর পরিচয়ও উল্লেখ করেন।

উষ্ণ সম্পর্কের স্মৃতিচারণ

বাংলাদেশ দলের সাবেক প্রধান কোচ হাথুরুসিংহের সঙ্গে ইমরুলের সম্পর্কটা সবসময়ই উষ্ণ ছিল। ২০১৭ সাল পর্যন্ত তিনি নিয়মিতই ছিলেন জাতীয় দলে, আর সে সময় দলের কোচ ছিলেন হাথুরুসিংহে। এই সময়ের মধ্যে ইমরুল বেশ কিছু স্মরণীয় পারফরম্যান্স উপহার দেন।

কেবল জাতীয় দলে নয়, ব্যক্তিগত সম্পর্কেও হাথুরুকে নিয়ে বরাবরই ইতিবাচক ছিলেন ইমরুল। অবসরের আগে এক সাক্ষাৎকারে তিনি হাথুরুর প্রশংসা করে বলেন, ‘হাথুরুসিংহের কাছ থেকে অনেক কিছু শিখেছি। কোচিং লাইন নিয়ে অনেক কিছু শেখার ছিল। কীভাবে খেলোয়াড়দের কোচিং করাতে হয়, টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি দল পরিচালনা করতে হয়—এসবই শিখেছি।’

হঠাৎ দেখা হওয়ার পর তাদের মধ্যে কী কথা হয়েছে, তা অবশ্য জানা যায়নি। তবে ছবি পোস্টের মাধ্যমে বোঝা যায়, স্মৃতিচারণের সুযোগটা ভালোই কাজে লাগিয়েছেন তারা। ক্রিকেট মাঠের বাইরেও এমন আকস্মিক সাক্ষাৎ যে ক্রিকেটপ্রেমীদের মনে আগ্রহ জাগাবে, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত