ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:৫৫:৪৩
চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তানের তিন ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি

ত্রিদেশীয় সিরিজের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নেমে আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তি পেয়েছেন পাকিস্তানের তিন ক্রিকেটার—শাহিন শাহ আফ্রিদি, কামরান গুলাম ও সৌদ শাকিল। আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি-এর আগে এমন শাস্তি দলটির জন্য এক ধরনের সতর্কবার্তা হয়ে আসলো।

ম্যাচের ২৮তম ওভারে বোলিং করতে আসেন শাহিন শাহ আফ্রিদি। তার বিপক্ষে ব্যাট করছিলেন ব্রিজকে। এক পর্যায়ে রান নেওয়ার সময় ব্যাটারের পথ রোধ করেন আফ্রিদি, এরপর প্রতিপক্ষের দিকে এগিয়ে গিয়ে কিছু বলেন তিনি। যদিও ব্রিজকে পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখাননি, তবে আম্পায়ার এসে পরিস্থিতি সামাল দেন এবং আফ্রিদিকে সরিয়ে দেন।

আইসিসির আচরণবিধির ২.৫ ধারা অনুযায়ী, প্রতিপক্ষের খেলোয়াড়ের প্রতি অনৈতিক আচরণ ও বাধা সৃষ্টি করার কারণে আফ্রিদির ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

এই ঘটনার কিছুক্ষণ পরই রান আউট হন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তাকে আউট করার পর সামনে গিয়ে জোরালোভাবে উদযাপন করেন কামরান গুলাম ও সৌদ শাকিল। বাভুমা বিষয়টি ভালোভাবে নেননি, আর ম্যাচ রেফারিও তাদের আচরণকে অগ্রহণযোগ্য বলে মনে করেছেন।

আইসিসির ২.৫ ধারা অনুযায়ী, প্রতিপক্ষকে উদ্দেশ্য করে বাজে শব্দ উচ্চারণ ও অনুপযুক্ত উদযাপনের অভিযোগে গুলাম ও শাকিলকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের দুজনের নামের পাশেও যোগ হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

শাহিন, গুলাম ও শাকিল—এই তিনজনের কেউই এর আগে কোনো ডিমেরিট পয়েন্ট পাননি। তবে এই শাস্তির ফলে তারা সতর্ক থাকবেন, কারণ চারটি ডিমেরিট পয়েন্ট হলে এক ম্যাচের নিষেধাজ্ঞার মুখে পড়তে হয়।

আসন্ন চ্যাম্পিয়নস ট্রফির আগে এমন শাস্তি পাকিস্তান দলের জন্য চিন্তার কারণ হতে পারে। ম্যাচে আগ্রাসন দেখানো গুরুত্বপূর্ণ হলেও আইসিসির আচরণবিধি মেনে চলার বিষয়েও সতর্ক থাকতে হবে খেলোয়াড়দের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত