ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

বাংলাদেশে টানা ৩ দিনের বৃষ্টির পূর্বাভাস

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ১৫ ২০:৩৪:৩৮
বাংলাদেশে টানা ৩ দিনের বৃষ্টির পূর্বাভাস

ফাল্গুনের ঋতু আসতে চলেছে, তবে শীতের শেষেও মাঝারি কুয়াশার দাপট অব্যাহত রয়েছে। এই আবহাওয়ার মধ্যেই বর্ধিত ৫ দিনের জন্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা বাড়তে পারে এবং দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন যে, ২১, ২২, এবং ২৩ ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের বিভিন্ন অংশে বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাত দেশের অনেক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। তিনি ফেসবুকে এ তথ্য জানিয়ে বলেন, এ সময় ভারী থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া, মোস্তফা কামাল পলাশ আরও জানিয়েছেন যে, ২০ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে ২৪ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে দেশজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। দেশের ৬৪টি জেলার ওপর দিয়ে বৃষ্টিপাতের প্রবণতা থাকতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত দেশে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই সময়ে আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে ভোরে মাঝারি কুয়াশা থাকতে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। একইভাবে, দিনের তাপমাত্রাও কিছুটা বাড়বে। ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাপমাত্রা বাড়ার প্রবণতা থাকতে পারে। ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শনিবার সকালে কুড়িগ্রামের রাজারহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিনের শেষে দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে