ঢাকা, শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১

জানা গেল অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর কারণ

২০২৫ ফেব্রুয়ারি ১৭ ১২:৩৪:৪৫
জানা গেল অভিনেতা শাহবাজ সানীর মৃত্যুর কারণ

নিজস্ব প্রতিবেদক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শাহবাজ সানী হৃদরোগে আক্রান্ত হয়ে ১৭ ফেব্রুয়ারি রাতে মারা গেছেন। তিনি ঢাকার স্পেশালাইজড হাসপাতালে রাত ৩টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

প্রথমে এই শোকসন্তপ্ত খবরটি জানান অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, যিনি তার ফেসবুক পেজে লিখেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।” এরপর নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুও ফেসবুকে এক হৃদয়বিদারক পোস্টে লেখেন, “আমার ভাই অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নাই। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।” মৃত্যুর বিষয়টি আরও নিশ্চিত করেন নির্মাতা হাসিব হোসাইন রাখি, যিনি লিখেন, “আহারে জীবন। রাত ৩টা ৩০ মিনিটে হার্ট অ্যাটাকে মারা গেছেন সানী।”

শাহবাজ সানী তার অভিনয় জীবন শুরু করেছিলেন নির্মাতা ইমরাউল রাফাতের নাটক “কাছ আশার পর” দিয়ে। মাত্র কিছুদিনের মধ্যেই তিনি দর্শকদের মধ্যে নিজের পরিচিতি তৈরি করেন এবং সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার অসাধারণ অভিনয়শৈলী এবং অভিব্যক্তি তাকে পরিচালকদের আস্থা অর্জন করাতে সহায়তা করে।

২০১৮ সালে, শাহবাজ সানী তার জীবনের প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন নাটক “আব্দুল্লাহ”-তে, যা নির্মাণ করেন গোলাম কিবরিয়া ফারকী। নাটকটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং শাহবাজ সানী তার অভিনয় দক্ষতার মাধ্যমে প্রশংসিত হন।

শাহবাজ সানী তার অভিনয় দক্ষতায় যে শক্তিশালী ছাপ রেখে গেছেন, তা দর্শকদের মনে চিরকাল অম্লান থাকবে। তার মৃত্যু বাংলাদেশের টেলিভিশন শিল্পের জন্য একটি অপূরণীয় ক্ষতি, তবে তার কাজ এবং অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে