ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

"সাকিবের ব্যাটিং ঝড়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, বিসিবিকে শক্ত বার্তা দিলেন সাবেক এই অধিনায়ক"

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৩ ২২:১১:৫৩
"সাকিবের ব্যাটিং ঝড়ে মুগ্ধ ক্রিকেট বিশ্ব, বিসিবিকে শক্ত বার্তা দিলেন সাবেক এই অধিনায়ক"

সম্প্রতি ভারতের বিপক্ষে সিরিজে ধবল ধোলাই হবার পর আজ দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে সাকিব আল হাসান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যেখানে তিনি টি-১০ ক্রিকেটে লস অ্যাঞ্জেলেস দলের হয়ে খেলছেন। সাকিবের দল গ্রুপ পর্বে ভালো পারফর্ম করে দ্বিতীয় স্থানে থেকে কোয়ালিফায়ারে জায়গা করে নেয়।

কিন্তু কোয়ালিফায়ারের ১ম ম্যাচে সাকিবকে ছাড়াই মাঠে নামে লস অ্যাঞ্জেলেস। তার অভাব হাড়ে হাড়ে টের পায় দলটি, শোচনীয়ভাবে হেরে যায় সেই ম্যাচে। সেই হারেই তারা বুঝে যায়, একজন অলরাউন্ডারের গুরুত্ব কতটা।

বাঁচা-মরার পরের ম্যাচে আর ভুল করেনি লস অ্যাঞ্জেলেস। সাকিবকে দলে রেখে মাঠে নামে এবং সাকিবও পুরনো ফর্মে ফিরে এসে নিজের কার্যকারিতা প্রমাণ করেন। বল হাতে ২ ওভার বোলিং করে মাত্র ২৫ রান দিয়ে একটি উইকেট তুলে নেন। তার বুদ্ধিদীপ্ত ও নিয়ন্ত্রিত বোলিংয়ের ফলে প্রতিপক্ষ শিকাগোকে ১০৯ রানে আটকে রাখে তার দল।

ব্যাটিংয়েও অনেক ভালো অবদান রাখেন সাকিব। ৪ বলে ১৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে সহজ জয় এনে দেন। তার অলরাউন্ড পারফরম্যান্সের মাধ্যমে দলটি পরবর্তী রাউন্ডে জায়গা নিশ্চিত করে এবং তার গুরুত্ব আবারও প্রমাণিত হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে