ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

মুশফিক-রিয়াদ এখনো অবসর নেননি কেন! সিনিয়রদের নিয়ে প্রশ্ন তুললেন কার্তিক

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ ফেব্রুয়ারি ২৫ ১১:২৯:১৯
মুশফিক-রিয়াদ এখনো অবসর নেননি কেন! সিনিয়রদের নিয়ে প্রশ্ন তুললেন কার্তিক

নিজস্ব প্রতিবেদক: ক্রিকেটে অভিজ্ঞতা অনেক সময় সাফল্যের মূল চাবিকাঠি হলেও, কখনো তা দলের জন্য বোঝা হয়ে দাঁড়াতে পারে। বাংলাদেশ দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ কি সেই পর্যায়ে পৌঁছেছেন? অন্তত ভারতের সাবেক ক্রিকেটার দিনেশ কার্তিকের মন্তব্যে তেমনই ইঙ্গিত মিলেছে।

ক্রিকেট বিশ্লেষণমূলক শো 'ক্রিকবাজ লাইভ'-এ বাংলাদেশ দলের সিনিয়র ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলেন কার্তিক। তিনি বলেন, _“আমি ভেবেছিলাম ২০২৩ বিশ্বকাপের পর তারা অবসর নেবে! কিন্তু তারা এখনো খেলে যাচ্ছে, যা আমাকে অবাক করেছে।”_

তিনি আরও বলেন, “১৬-১৭ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলার পরও তারা বাংলাদেশকে বড় কোনো শিরোপা এনে দিতে পারেনি। দ্বিপাক্ষিক সিরিজে কয়েকটি জয় পেলেও বিশ্ব মঞ্চে ব্যর্থতা স্পষ্ট। চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টেও তারা কিছু করতে পারছে না।”

চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচে মুশফিক করেছেন মাত্র ২ রান, আর রিয়াদ এক ম্যাচে ৪ রান করেন। শুধু ব্যর্থতা নয়, তাদের শট নির্বাচনের অসাবধানতাও কার্তিককে হতাশ করেছে।

কার্তিক মনে করেন, সিনিয়রদের দীর্ঘ সময় ধরে দলে থাকা নতুন প্রতিভাদের সুযোগ পাওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তিনি প্রশ্ন তুলে বলেন, “বারবার ব্যর্থ হয়েও যদি তারা দলে জায়গা ধরে রাখে, তাহলে তরুণদের জায়গা কোথায়?”

শুধু ক্রিকেটারদের নয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) সমালোচনা করেন কার্তিক। তার মতে, পরিকল্পনার অভাব রয়েছে বিসিবির। তিনি বলেন, “বাংলাদেশ নিজেদের মাটিতে স্পিন নির্ভর উইকেট বানিয়ে কিছু ম্যাচ জিততে চায়। কিন্তু বিদেশের মাটিতে গেলেই তারা ধুঁকতে থাকে। এটা বোর্ডের ভুল পরিকল্পনার প্রতিফলন।”

কার্তিকের এই মন্তব্য বাংলাদেশের ক্রিকেটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সত্যিই কি মুশফিক-রিয়াদের সময় ফুরিয়ে এসেছে? নাকি তারা আরও কিছুদিন জাতীয় দলে খেলে যাবেন? বিসিবি কি নতুন প্রজন্মের জন্য জায়গা তৈরি করবে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে।

রনি/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ