ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

বিপিএলের ১১তম আসরের ২য় সেটের ড্রাফট শেষ, দেখেনিন কে কোন দলে

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৪ ১২:৫৫:৫৩
বিপিএলের ১১তম আসরের ২য় সেটের ড্রাফট শেষ, দেখেনিন কে কোন দলে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। গতবারের ৪ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে নতুন করে আরও ৩টি দল যুক্ত হয়েছে, ফলে এবার বিপিএলে ৭টি ফ্র্যাঞ্চাইজি শক্তিশালী দল গঠনের লক্ষ্যে ড্রাফটে অংশ নিয়েছে। ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ জন বিদেশি খেলোয়াড় থেকে দলগুলো তাদের পছন্দের খেলোয়াড় বাছাই করছে।

১ম সেটের ড্রাফট ও ২য় সেটের ড্রাফট ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, যেখানে বেশ কয়েকজন স্থানীয় ক্রিকেটাররা ছিলেন। এই রাউন্ডে সবার আগে ডাক পেয়েছেন জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ, যাকে দলে নিয়েছে দুর্বার রাজশাহী। এরপর ঢাকা ক্যাপিটালস বেছে নেয় লিটন দাসকে। চট্টগ্রাম কিংস বড় কোনো তারকা খেলোয়াড়ের দিকে না গেলেও, পেসারদের দিকেই দলগুলোর আগ্রহ বেশি দেখা গেছে।

এবারের আসরে মাশরাফি বিন মর্তুজা সিলেট স্ট্রাইকার্সের হয়ে আরেকবার মাঠে নামবেন। অন্যদিকে মাহমুদউল্লাহ রিয়াদ থাকছেন তার পুরোনো দল ফরচুন বরিশালের হয়ে খেলার জন্য প্রস্তুত।

সেট ১ - রাউন্ড ১ তাসকিন আহমেদ- দুর্বার রাজশাহী লিটন কুমার দাস - ঢাকা ক্যাপিটালস শামীম হোসেন পাটোওয়ারী - চিটাগাং কিংস হাসান মাহমুদ - খুলনা টাইগার্স নাহিদ রানা - রংপুর রাইডার্স রনি তালুকদার - সিলেট স্ট্রাইকার্স মাহমুদউল্লাহ রিয়াদ - ফরচুন বরিশাল

সেট ১ - রাউন্ড ২ তানভির ইসলাম - ফরচুন বরিশাল মাশরাফি বিন মর্তুজা - সিলেট স্ট্রাইকার্স সাইফ হাসান - রংপুর রাইডার্স নাইম শেখ- খুলনা টাইগার্স পারভেজ ইমন - চিটাগাং কিংস হাবিবুর রহমান সোহান - ঢাকা ক্যাপিটালস জিসান আলম- দুর্বার রাজশাহী

সেট ২, রাউন্ড ১ নাজমুল হোসেন শান্ত- ফরচুন বরিশাল মুকিদুল ইসলাম মুগ্ধ -ঢাকা ক্যাপিটালস সৌম্য সরকার - রংপুর রাইডার্স খালেদ আহমেদ - চিটাগাং কিংস ইমরুল কায়েস - খুলনা টাইগার্স আল-আমিন হোসেন - সিলেট স্ট্রাইকার্স ইয়াসির আলী চৌধুরী - দুর্বার রাজশাহী

সেট ২, রাউন্ড ২সাব্বির হোসেইন - দুর্বার রাজশাহী আরাফাত সানি - সিলেট স্ট্রাইকার্স মাহিদুল অঙ্কন - খুলনা টাইগার্স আলিস আল ইসলাম - চিটাগাং কিংস রাকিবুল হাসান জুনিয়র - রংপুর রাইডার্স আবু জায়েদ চৌধুরী রাহি - ঢাকা ক্যাপিটালস রিপন মন্ডল - ফরচুন বরিশাল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে