ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

আজ অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে ডিএসইর সতর্কবার্তা

২০২৫ মার্চ ০২ ১৬:০৬:১১
আজ অস্বাভাবিক দর বৃদ্ধির কারণে ডিএসইর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ তদন্ত করে জানতে পেরেছে যে, তালিকাভুক্ত কোম্পানি আরামিট সিমেন্টের শেয়ার দর অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। এর ফলে, বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে কোম্পানিতে বিনিয়োগ করার পূর্বে।

আরামিট সিমেন্টের শেয়ার দর বৃদ্ধির বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে একটি নোটিশ পাঠানো হয় ডিএসই কর্তৃক। জবাবে, কোম্পানি কর্তৃপক্ষ জানায় যে, শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।

এদিকে, আরামিট সিমেন্টের শেয়ারের দাম গত ২৪ ফেব্রুয়ারি ছিল ১২ টাকা ৫ পয়সা। তবে ২৭ ফেব্রুয়ারি বাজার শেষে শেয়ারটির দাম বেড়ে দাঁড়ায় ১৬ টাকা ৫ পয়সায়, অর্থাৎ মাত্র ৩ কার্যদিবসে শেয়ারটির দাম বেড়েছে ৪ টাকা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ