ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩১

ঈদের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ০৯ ২১:০৬:২৬
ঈদের আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বড় সুখবর

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা-কর্মচারীদের জন্য একটি বড় সুখবর দিয়েছে সরকার। চলতি মাসের মার্চে তাঁদের বেতন আগাম পরিশোধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ট্রেজারি ব্যবস্থাপনা শাখা রবিবার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় যে, আগামী ২৩ মার্চ কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের বেতন ও ভাতা পাবেন। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব মো. আব্দুল গফুর।

সরকারি বর্ষপঞ্জি-২০২৫ অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। এই উপলক্ষে সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী (গেজেটেড ও নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড ও নন-কমিশন্ড অফিসার এবং অবসরপ্রাপ্ত পেনশনধারীরা ২৩ মার্চ তাঁদের বেতন-ভাতা পাবেন।

এই সিদ্ধান্তের ফলে ঈদ উদযাপনে সবাই আর্থিক দিক থেকে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বলে আশা প্রকাশ করা হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ