ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

মাগুরায় শিশুর মৃত্যুর গুজব: আসল সত্য যা জানা গেল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ১০ ১৭:১২:৩২
মাগুরায় শিশুর মৃত্যুর গুজব: আসল সত্য যা জানা গেল

মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ভয়াবহ ঘটনার শিকার হয় আট বছরের এক শিশু। গভীর রাতে ধর্ষনের শিকার হওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরিস্থিতির অবনতি হলে বৃহস্পতিবার রাতে শিশুটিকে ঢাকার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এরপর শনিবার বিকেলে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালের পেডিয়াট্রিক আইসিইউ থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।

এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুজব ছড়িয়ে পড়ে। অনেকেই ভুল তথ্য দিয়ে শিশুটির মৃত্যুর খবর প্রকাশ করেন এবং শোক জানিয়ে পোস্ট দেন।

তবে রোববার রাত ১টার দিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক ক্ষুদে বার্তায় জানায়, শিশুটি এখনো চিকিৎসাধীন এবং তার মৃত্যু নিয়ে ছড়ানো তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। যদিও তার অবস্থা আশঙ্কাজনক, তবে চিকিৎসা চলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ