Warning: session_start(): open(/var/cpanel/php/sessions/ea-php82/sess_qn7m3i83tke5u27ol5cucn56e3, O_RDWR) failed: Permission denied (13) in /home/newsbox/public_html/header.php on line 10

Warning: session_start(): Failed to read session data: files (path: /var/cpanel/php/sessions/ea-php82) in /home/newsbox/public_html/header.php on line 10
ফাইনালি হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বিসিবি, নতুন কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ফাইনালি হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বিসিবি, নতুন কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৫ ১৬:২৪:৩১
ফাইনালি হাথুরুসিংহেকে বরখাস্ত করলো বিসিবি, নতুন কোচ হওয়ার দৌড়ে আছেন যারা

ক্ষমতার পটপরিবর্তনের জের ধরে বাংলাদেশ জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। বিসিবি সভাপতি হিসেবে ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণের পরপরই বিকল্প কোচ খোঁজার কথা জানান।

গত পাকিস্তান সিরিজে ভালো ফল এবং ভারতের মাটিতে সিরিজ থাকায় হাথুরুসিংহের বিষয়ে আলোচনা চাপা পড়ে যায়। তবে ভারতের বিপক্ষে দুই ফরম্যাটে বাংলাদেশ দলের ব্যর্থতার পর বিসিবি আবার সক্রিয় হয় এবং দঃ আফ্রিকার বিপক্ষে সিরিজের আগেই হাথুরুসিংহেকে বরখাস্ত করা হয়।

তবে এর আগে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে বাংলাদেশ দলের কোচ ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে, তবে তখনও চুক্তি শেষ না করে আকস্মিকভাবে বাংলাদেশ ছেড়ে যান তিনি।

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে তার সঙ্গে ৩৫ হাজার ডলারের মাসিক বেতনে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তি করা হয়েছিল। কিন্তু এই মেয়াদও শেষ হওয়ার আগেই তাকে বরখাস্ত করা হলো।

সাংবাদিকদের এক প্রশ্নে বলা হয় যে তাহলে বাংলাদেশের হেড কোচের দায়িত্বে কে আসছেন। জবাবে বিসিবি সভাপতি বলেন, আমি কয়েক জন ভালো কোচের সাথে কথা বলেছি। তার মধ্যে অস্ট্রেলিয়ার একজনকে আমার বেশ ভালো লেগেছে। তিনি অস্ট্রেলিয়ার হেড কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে