ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩১

সারাদেশে টানা দুইদিন বজ্রসহ শীলাবৃষ্টির পূর্বাভাস

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ১১ ২২:৫৪:০৭
সারাদেশে টানা দুইদিন বজ্রসহ শীলাবৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে ফাগুনের হাওয়া বইছে। তবে এই সময়ের মধ্যে গরমের তীব্রতা বাড়তে শুরু করেছে। এমন পরিস্থিতিতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বেশ কয়েকটি অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী দুইদিন বজ্রসহ শীলাবৃষ্টি হতে পারে। তাপমাত্রা ও বৃষ্টি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞ শেখ ফরিদ।

আবহাওয়া অধিদপ্তর তাদের ১১ মার্চের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এ সময় তাপমাত্রা ও বৃষ্টির পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।

অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এবং পশ্চিমবঙ্গসহ তৎসংলগ্ন এলাকায় তার প্রভাব বৃদ্ধি পাচ্ছে।

আগামী ১২ ও ১৩ মার্চ সারাদেশে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ে আংশিক মেঘলা আকাশের পাশাপাশি শুষ্ক আবহাওয়া থাকতে পারে। ১২ মার্চ বুধবার সকালে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দুই-একটি স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যত্র দেশের বেশিরভাগ জায়গায় আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া থাকতে পারে।

এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, বিশেষত রাতের তাপমাত্রা সর্বোচ্চ ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

১৩ মার্চ বৃহস্পতিবারও কুমিল্লা, রংপুর, ময়মনসিংহ, এবং সিলেট বিভাগের কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারাদেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী পাঁচ দিনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, বৃষ্টি ও বজ্রপাতে সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

শেখ ফরিদ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ