ঢাকা, শনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের মৃত্যুর খবর; সত্য প্রকাশিত হলো

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ১৪ ১১:০৩:৩৮
গণজাগরণ মঞ্চের লাকি আক্তারের মৃত্যুর খবর; সত্য প্রকাশিত হলো

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া "ধর্ষণবিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকি আক্তার নিহত" শিরোনামের খবরটি বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমর স্ক্যানার টিম।

তাদের অনুসন্ধানে জানা গেছে, লাকি আক্তারের মৃত্যুর বিষয়ে কোনো বিশ্বস্ত সূত্র থেকে তথ্য পাওয়া যায়নি। এটি একটি ভুয়া খবর, যা প্রমাণ ছাড়া সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

একটি ওয়েবসাইটে দাবি করা হয়, লাকি আক্তারকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত ও লাঠির আঘাতে হত্যা করেছে। তবে সেই প্রতিবেদনে চিকিৎসক, পুলিশ, কিংবা কোনো নির্দিষ্ট হাসপাতালের বক্তব্য উল্লেখ করা হয়নি। আরও উল্লেখযোগ্য, ওয়েবসাইটটি একটি ব্লগিং প্ল্যাটফর্ম, যা সন্দেহজনক তথ্য ছড়ানোর জন্য পরিচিত।

তাহলে, লাকি আক্তারের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

মনি/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ