ঢাকা, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১

চাঞ্চল্যকর তথ্য ফাঁস; একদিনেই শেষ পাকিস্তানের ২১৪ সেনা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ১৭ ১২:২৬:২০
চাঞ্চল্যকর তথ্য ফাঁস; একদিনেই শেষ পাকিস্তানের ২১৪ সেনা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানে বেলুচ বিদ্রোহীদের ট্রেন হাইজ্যাকের ঘটনায় নতুন নতুন তথ্য প্রকাশিত হচ্ছে। বিশেষ করে, বেলুচিস্তানের বিদ্রোহী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) যে দাবি করেছে, তা যদি সত্যি হয়, তবে এটি পাকিস্তান সেনাবাহিনীর জন্য একটি বড় আঘাত হতে পারে। বিদ্রোহীরা দাবি করেছে যে, একদিনের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর ২১৪ জন সদস্য নিহত হয়েছেন।

১১ মার্চ, বেলুচিস্তানের বোলান জেলার মুশফাক নামক একটি পাহাড়ি এলাকায় "জাফর এক্সপ্রেস" ট্রেনটি হাইজ্যাক করে বিদ্রোহীরা। সাধারণত এই ট্রেনটি নিরাপত্তা বাহিনীর সদস্যদের যাতায়াতের জন্য ব্যবহার হতো। বিদ্রোহী সংগঠন বেলুচ লিবারেশন আর্মি জানায়, তারা ট্রেন থেকে ২১৪ জন সেনাকে আটক করে, যাদের পরবর্তীতে হত্যা করা হয়।

বিদ্রোহীদের মুখপাত্র জিয়ান্দ বেলুচ জানিয়েছেন, তারা ২১৪ জন সেনাকে জিম্মি করে রেখেছিল এবং তাদের মুক্তির জন্য ৪৮ ঘণ্টার আলাপ-আলোচনার সময়সীমা বেঁধে দেয়। তবে পাকিস্তান সরকার আলোচনায় বসেনি, ফলে বিদ্রোহীরা তাদের সবাইকে হত্যা করেছে।

পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ৩৩০ জন যাত্রীকে উদ্ধার করেছে এবং ৩৩ বিদ্রোহীকে হত্যা করেছে। তবে, বেলুচ বিদ্রোহীদের পক্ষ থেকে সেনাদের হত্যার যে দাবি করা হয়েছে, সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বেলুচ লিবারেশন আর্মি দীর্ঘদিন ধরে বেলুচিস্তানের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে এবং পাকিস্তান সেনাবাহিনীসহ বিদেশি লক্ষ্যগুলোর ওপর হামলা চালাচ্ছে। এই ঘটনার পর পাকিস্তান সেনা কর্মকর্তারা অভিযোগ করেছেন, বিদ্রোহীরা অতিরঞ্জিত খবর প্রচার করছে এবং বলেন, আফগানিস্তান ও ভারতে এই বিদ্রোহীদের সহায়তা প্রদান করা হচ্ছে।

রানা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ