ঢাকা, সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

"আমার স্বামীর জন্য যদি ভিক্ষা করতে হয়, আমি তাও করব"

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ১৭ ২৩:০৪:৪৩
"আমার স্বামীর জন্য যদি ভিক্ষা করতে হয়, আমি তাও করব"

নিজস্ব প্রতিবেদক: "যদি আমার স্বামীর জন্য ভিক্ষা করতে হয়, আমি সেটা করব। তবে যারা আমাকে নিয়ে মিথ্যা কথা বলছেন, যারা আমাকে গালিগালাজ করে ভিডিও তৈরি করছেন এবং সেগুলো ফেসবুকে পোস্ট করছেন, আমি জানি আমি আপনাদের কোনো ক্ষতি করিনি। আমি জানি, আপনি কারা, কিন্তু আমি আপনার নাম ধরে কিছু বলব না।

আপনারা আমাকে নিয়ে পোস্ট করে কী লাভ পাচ্ছেন? আমি আপনাদের শত্রু না, আমি আপনাদের কাউকেই চিনিনা। আমি আমার ভালোবাসার ভিত্তিতে বিয়ে করেছি, আর আপনি কার সাথে এন্ট্রি নিয়েছেন, সেটা আমার বিষয় না।

যদি আমি আপনাদের নিয়ে কিছু বলতাম, তবে কি আপনি আমাকে নিয়ে পোস্ট করতে পারতেন? এসব আলোচনা কোনো সমাধান নয়, বরং একে সৌন্দর্য বলা যায় না। এখন, আমি বিদেশে চাকরি করছি।

আর যদি আমার স্বামীর জন্য আমাকে ভিক্ষা করতে হয়, তাও আমি করব। কিন্তু, আপনারা এসব নিয়ে কথা বলবেন না। আমি সবকিছুর ভিডিও রেকর্ড করে রেখেছি এবং সাইবার ক্রাইমের মামলা করব আপনাদের বিরুদ্ধে, ইনশাআল্লাহ। একদিন সব কিছুই সমাধান হবে।"

রনি/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ