ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

ইফতারের সময় বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ২০ ১০:৫৩:৫৮
ইফতারের সময় বাড়ির উঠান থেকে শিশুকে নিয়ে গেল শিয়াল

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের সদর উপজেলার বৌলাই ইউনিয়নের তের হাসিয়া গ্রামে শিয়ালের আক্রমণে ১৯ মাস বয়সী মো. আরাফ নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরাফ, মো. লিংকনের ছেলে, এবং ঘটনার দিন সন্ধ্যায় ইফতার করার পরই ঘটে এই দুর্ঘটনা।

জানা যায়, বুধবার (১৯ মার্চ) সন্ধ্যায় পরিবারের সঙ্গে ইফতার করার পর আরাফ ঘরের ভিতরে না থেকে উঠানে চলে আসে। ইফতার শেষে পরিবারের অন্যান্য সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়লে, আরাফ একা উঠানে খেলা শুরু করে। এসময় একটি শিয়াল এসে শিশুটির গলায় কামড় দিয়ে তাকে নিয়ে যায়। এক ঘণ্টা পর বাড়ির কাছের একটি জঙ্গলে শিশুটির মরদেহ পাওয়া যায়।

আরাফের দাদা, লালু মিয়া, বলেন, "ইফতার শেষে আরাফ ঘর থেকে বের হয়ে উঠানে খেলছিল। কিছু সময় পর তাকে আর পাওয়া যাচ্ছিল না। আমরা বাড়ির আশপাশে তাকে খুঁজতে বের হই, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে, মসজিদে মাইকিং করা হয়, যাতে সবাই খুঁজতে সাহায্য করতে পারে। তখন খাইরুল ইসলাম নামে একজন ব্যক্তি জঙ্গলে একটি শিয়ালকে বাচ্চাসহ দেখতে পান। তার ডাক চিৎকার শুনে আমরা সবাই সেখানে চলে যাই। গিয়ে দেখি, আরাফের গলায় শিয়ালের কামড়ের দাগ এবং বুকের মধ্যে পায়ের নখের দাগ ছিল। দ্রুত তাকে গ্রামের ফার্মেসিতে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"

আরাফের বাবা, লিংকন, বলেন, "সন্ধ্যায় আমি স্ত্রী এবং সন্তানকে নিয়ে ইফতার করি। পরে ব্যবসার কাজে আমি দোকানে চলে যাই। কিছুক্ষণ পর বাড়ির লোকজন আমার ছেলেকে খুঁজতে আমার দোকানে আসে। দোকান থেকে ফিরে এসে দেখি, আমার ছেলের মরদেহ পড়ে আছে।"

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির অকাল মৃত্যুতে পরিবার এবং গ্রামের লোকজন শোকাবহ পরিবেশে রয়েছেন। স্থানীয় প্রশাসনকে অনুরোধ করা হয়েছে, যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।

সাদিয়া/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ