ঢাকা, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ২২ ১০:৪৮:২৮
সন্ধ্যার মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আজ সন্ধ্যার মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে, কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রোববার (২৩ মার্চ) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় আবারও অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়ের মধ্যে কিছু কিছু স্থানে বিক্ষিপ্ত শিলাবৃষ্টি হতে পারে।

হাসান/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ