ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে বিশাল অঙ্কের টাকা সহায়তার ঘোষণা: মাহফুজ আলম

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৭ ২০:৩৬:০৭
ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে বিশাল অঙ্কের টাকা সহায়তার ঘোষণা: মাহফুজ আলম

৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের পরিবারকে অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে অন্তবর্তী সরকার। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এ তথ্য জানান। তিনি বলেন, প্রতিটি শহীদ পরিবারকে ৩০ লাখ টাকা করে সহায়তা দেওয়া হবে।

সেই বৈঠকে আরও উপস্থিত ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় জানানো হয় যে, আহতদের চিকিৎসা এবং শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট এই ফাউন্ডেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মুহাম্মদ ইউনূস, এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকা অনুদান দিয়েছেন এই ফাউন্ডেশনের জন্য। ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে আরও ৫ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়া হবে।

এদিকে প্রধান উপদেষ্টা ড. ইউনূস সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার অনুদান দিয়েছেন এই ফাউন্ডেশনের জন্য। ফাউন্ডেশন থেকে প্রতিটি শহীদ পরিবারকে অতিরিক্ত ৫ লাখ টাকা করে নগদ সহায়তা দেয়ারও সিদ্ধান্ত হয়েছে বলে জানান।

এ সম্পর্কে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন নিয়ে ৭টি উদ্যোগ নেয়া হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে, যারা অর্থ সংকটে ভুগছেন তাদের জরুরি আর্থিক সহায়তা প্রদান, এককালীন ভাতা এবং মাসিক ভাতা দেয়া। চাইলে যে কেউ ফাউন্ডেশনে সহায়তা পাঠাতে পারবেন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত