ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

mn

শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলো ভারত

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৮ ০০:২৬:০৬
শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিয়ে অবিশ্বাস্য মন্তব্য করলো ভারত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার বিচারের প্রক্রিয়া শুরু হওয়ার পর আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এই ইস্যুটি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে আলোচনায় আসে।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ব্রিফিংয়ে সাংবাদিক গৌতম লাহিরি জানতে চান, শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার প্রেক্ষিতে ভারতের অবস্থান কী। তিনি আরও প্রশ্ন তোলেন যে, শেখ হাসিনা বর্তমানে ভারতে আছেন কিনা এবং তাকে কোনো ট্রাভেল ডকুমেন্ট দেওয়া হয়েছে কি না।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, "আমরা কিছু প্রতিবেদন পেয়েছি, তবে এ বিষয়ে এখনই মন্তব্য করার মতো কোনো তথ্য নেই।" শেখ হাসিনার ভারতে অবস্থান প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, "তিনি নিরাপত্তার কারণে স্বল্প নোটিশে ভারতে এসেছেন এবং এখানেই অবস্থান করবেন।"

এদিকে ব্রিফিংয়ে বাংলাদেশে আটটি জাতীয় দিবস বাতিল এবং বাংলাদেশিদের ভিসা প্রদান নিয়ে প্রশ্ন ওঠে। রণধীর জয়সওয়াল জানান, আপাতত জরুরি চিকিৎসা ও প্রয়োজনীয় কাজে বাংলাদেশিদের ভিসা দেয়া হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পূর্ণমাত্রায় ভিসা প্রদান পুনরায় শুরু হবে। তিনি বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, বিশেষ করে দুর্গাপূজা চলাকালে সংখ্যালঘুদের ওপর সহিংসতার প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করেন এবং জানান যে, এই বিষয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে আলোচনা হয়েছে।

তবে বাংলাদেশের জাতীয় দিবস বাতিলের বিষয়ে ভারত কোনো মন্তব্য করেনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

© All Rights Reserved 24newsbox 2013-2024. Developed by M M Online Media


রে