ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

তামিম ইকবাল এখন কেমন আছেন; সর্বশেষ অবস্থা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ২৫ ১১:১৫:০৬
তামিম ইকবাল এখন কেমন আছেন; সর্বশেষ অবস্থা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবালের সুস্থতার জন্য দেশজুড়ে প্রার্থনা চলছে। রমজানের তপ্ত দুপুরে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো ক্রিকেট দুনিয়া এক হয়ে ছিল তাঁর দ্রুত আরোগ্যের জন্য। গতকাল সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালে বিকেএসপির তিন নম্বর মাঠে পরপর দুবার হার্ট অ্যাটাক করেন তিনি। এরপর থেকে সাভারের কেপিজি হাসপাতালে ভর্তি থাকা তামিমের অবস্থা নিয়ে সবাই উদ্বিগ্ন ছিল।

উৎকণ্ঠার মাঝে বিকেলের দিকে আশার খবর আসে—তামিম কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। তাঁর হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ার পর দ্রুত রিং পরানো হয়। তবে চিকিৎসকদের মতে, আগামী ৪৮ ঘণ্টা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।

সকালে তামিমের সর্বশেষ অবস্থা জানার জন্য ডিপিএলের সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, "তামিমের অবস্থা এখন স্থিতিশীল। শেষ খবর অনুযায়ী, তিনি ঘুমাচ্ছেন।"

এদিকে, মোহামেডান ক্লাবের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপন জানিয়েছেন, তামিম এখন ভালো আছেন। আজ মঙ্গলবার দুপুরে তাঁর কিছু পরীক্ষা করা হবে। যদি সবকিছু স্বাভাবিক থাকে, তবে তাঁকে সন্ধ্যা বা রাতে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হতে পারে।

উল্লেখ্য, গতকাল সকালে ডিপিএল ম্যাচ চলাকালে বিকেএসপির মাঠে অল্প সময়ের ব্যবধানে দুবার হার্ট অ্যাটাক হয় তামিমের। প্রথমে তাঁকে ঢাকায় নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও, দ্রুততার সঙ্গে সাভারের কেপিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে সিপিআর ও ডিসি শক দিয়ে তাঁর শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল করা হয়। পরবর্তীতে জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হার্টে রিং পরানো হয়।

তামিমের দ্রুত সুস্থতার জন্য দেশবাসী এখনো অপেক্ষা করছে। আগামী কয়েক ঘণ্টায় তাঁর সুস্থতার পথে কতটা অগ্রগতি হয়, তা সকলের নজরে থাকবে।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ