ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১

mn

গোটা সংগীতজগতে শোকের ছায়া, জনপ্রিয় সংগীতশিল্পী আর নেই

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৮ ১২:৪৮:০৯
গোটা সংগীতজগতে শোকের ছায়া, জনপ্রিয় সংগীতশিল্পী আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা, সুরকার ও সংগীত পরিচালক সুজেয় শ্যাম ৭৮ বছর বয়সে পরলোক গমন করেছেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন এবং সম্প্রতি হৃদ্‌যন্ত্রে ‘পেসমেকার’ বসানোর পর সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। গভীর রাতে, রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

সংগীতশিল্পী সুজেয় শ্যাম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি বিশেষ স্থান অধিকার করে আছেন। একাত্তরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে তার সুর করা গানগুলো মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। বিশেষ করে, পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রথম গান "বিজয় নিশান উড়ছে ওই" ছিল তার সুরের অনন্য নিদর্শন। তিনি দেশের সাংস্কৃতিক ইতিহাসে অমর হয়ে থাকবেন তার অবদান ও সৃষ্টির জন্য।

সুজেয় শ্যামের সুর করা উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘রক্ত চাই রক্ত চাই’, ‘আহা ধন্য আমার জন্মভূমি’, ‘আয়রে চাষি মজুর কুলি’, ‘মুক্তির একই পথ সংগ্রাম’, ‘শোন রে তোরা শোন’ উল্লেখযোগ্য।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

© All Rights Reserved 24newsbox 2013-2024. Developed by M M Online Media


রে