ঢাকা, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১

এবার বাংলাদেশের রাস্ট্রপতির কাছে ভারতের বার্তা

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ২৬ ২২:০৬:৩৯
এবার বাংলাদেশের রাস্ট্রপতির কাছে ভারতের বার্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনগণকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা বাংলাদেশের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করতে পারস্পরিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন। বুধবার, পৃথক দুটি বার্তায় তারা এই শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুস্তরী এবং এটি বাণিজ্য, উন্নয়ন, সংস্কৃতি ও অন্যান্য নানা ক্ষেত্রে বিস্তৃত। ভারত, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, স্থিতিশীল এবং শান্তিপূর্ণ দেশ হিসেবে দেখতে চায়,"—এমনটাই তার বার্তায় উল্লেখ করা হয়।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর কাছে পাঠানো বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "২৬ মার্চ বাংলাদেশের এবং ভারতের অভিন্ন ইতিহাস ও আত্মত্যাগের প্রতিফলন, যা আমাদের সম্পর্কের ভিত্তি হিসেবে কাজ করে এসেছে। দ্বিপাক্ষিক স্বার্থকে গুরুত্ব দিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার করেন মোদি।"

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ