ঢাকা, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১

স্বাধীনতা দিবসে বাংলাদেশকে সুখবর দিলেন ট্রাম্প

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ মার্চ ২৭ ১০:৫৬:০৯
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে সুখবর দিলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস (২৬ মার্চ) উপলক্ষে বাংলাদেশের জনগণ এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান উপদেষ্টা অফিসের প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

ট্রাম্পের শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, "আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে (ড. ইউনূস) এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এটি বাংলাদেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত, যখন দেশটির জনগণ গণতন্ত্র, অর্থনৈতিক উন্নয়ন এবং নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে নিজেদের সক্ষমতা আরও শক্তিশালী করার সুযোগ পাচ্ছে।"

তিনি আরও বলেন, "আমরা বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। আমি বিশ্বাস করি, আমাদের যৌথ সহযোগিতার মাধ্যমে দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং আমাদের সম্পর্ক আরও গভীর হবে। পাশাপাশি, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।"

শুভেচ্ছাবার্তার শেষে, স্বাধীনতা দিবসের এই বিশেষ মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতি মার্কিন প্রেসিডেন্ট আন্তরিক শুভকামনা জানান।

রনি/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ