ঢাকা, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

চট্টগ্রামে ব্রাশফায়ারে দুই বিএনপি কর্মী নিহত

২০২৫ মার্চ ৩০ ১৫:৪৩:১৯
চট্টগ্রামে ব্রাশফায়ারে দুই বিএনপি কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে দুর্বৃত্তদের গুলিবর্ষণে দুই বিএনপি কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাত পৌনে ৩টার দিকে একদল সশস্ত্র হামলাকারী একটি প্রাইভেটকারের গতিরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিতে গাড়িতে থাকা চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আব্দুল্লাহ ও মানিককে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হৃদয় ও রবিন বর্তমানে হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে চিকিৎসাধীন।

চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের শরীরে একাধিক গুলির চিহ্ন রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে গুলজার বেগম মোড়ে হঠাৎ তীব্র গুলির শব্দ শোনা যায়। ভারী অস্ত্রে সজ্জিত একদল যুবক দ্রুত এসে প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায় এবং কিছুক্ষণের মধ্যেই পালিয়ে যায়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানান, বাকলিয়া থানা এলাকা থেকে গুলিবিদ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে দুজন মারা গেছেন, অপর দুজনের চিকিৎসা চলছে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

— রাকিব/

ট্যাগ: বিএনপি

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ