ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ঐতিহাসিক জয়ের ম্যাচে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হলেন লম্বা সময় পর দলে সুযোগ পাওয়া ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৮ ১৯:২৯:৪১
ঐতিহাসিক জয়ের ম্যাচে ‘ম্যান অব দ্যা ম্যাচ’ হলেন লম্বা সময় পর দলে সুযোগ পাওয়া ক্রিকেটার

এমার্জিং এশিয়া কাপে আজ নিজেদের ১ম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। আগে ব্যাট করতে নেমে হংকং তাদের নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫০ রান তুলতে সক্ষম হয়।

জবাবে জয়ের জন্য ১৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা তেমন ভালো হয়নি। দুই ওপেনিং ব্যাটার জিসান আলম ও পারভেজ হোসেন ইমন দলের জন্য মজবুত ভিত্তি গড়ে দেন। যদিও জিসান ১১ বলে ১১ রান করে আউট হন, পারভেজ ২৬ বলে ২৮ রান করেন।

এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় এবং অধিনায়ক আকবর আলী। দারুণ ব্যাটিং করেন দুজনে। তাওহীদ হৃদয় ২২ বলে ২৯ রান করেন এবং আকবর আলী খেলেন অধিনায়কোচিত একটি ইনিংস। মাত্র ২৪ বলে ৪৫ রান করে আকবর দলকে জয়ের পথে এগিয়ে নেন।

শেষ কাজ টা করেন শামীম হোসেন পাটোয়ারি। শেষের দিকে শামীম হোসেন পাটোয়ারী তার ঝোড়ো ব্যাটিংয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন। ১৫ বলে ১৯ রানের ইনিংস খেলে তিনি দলের জন্য ফিনিশার হিসেবে ভূমিকা রাখেন।

সবশেষে বাংলাদেশ ১০ বল হাতে রেখে ৫ উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে। ৫ উইকেটে ১৫১ রান তুলে টাইগাররা এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় তুলে নেয়।

বাংলাদেশের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রিপন মন্ডল। ৪ ওভার বল করে ২৪ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ম্যাচ সেরার পুরস্কার উঠে তার হাতে। বাংলাদেশের হয়ে ১টি করে উইকেট নেন আবু হায়দার রনী, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে