ঢাকা, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১

টাকা না থাকায় টয়লেটে থাকেন ১৮ বছরের মেয়ে

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ০১ ২০:০৬:০৫
টাকা না থাকায় টয়লেটে থাকেন ১৮ বছরের মেয়ে

চীনের হুনান প্রদেশের ঝুঝৌ শহরের এক তরুণীর জীবনের বাস্তবতা শুনলে যে কেউ অবাক হবেন। মাত্র ১৮ বছর বয়সেই তাকে রীতিমতো লড়াই করতে হচ্ছে বেঁচে থাকার জন্য। ঘর ভাড়া দেওয়ার সামর্থ্য নেই, তাই রাত কাটাতে হচ্ছে অফিসের টয়লেটে।

অসহায় বাস্তবতা হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ওই তরুণী একটি ফার্নিচার স্টোরে চাকরি করেন। মাসিক বেতন মাত্র ২,৭০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৫,৮২২ টাকা)। কিন্তু শহরটির গড় বেতন প্রায় ৭,৫০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১,২৭,২৮৫ টাকা), যা তার আয় থেকে প্রায় তিন গুণ বেশি। ফলে একটি সাধারণ অ্যাপার্টমেন্ট ভাড়ার ন্যূনতম মূল্য ৮০০ ইউয়ান (বাংলাদেশি মুদ্রায় ১৩,৫৭৭ টাকা) জোগাড় করাও তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।

অফিসের টয়লেটে থাকার জন্যও তাকে প্রতি মাসে ৫০ ইউয়ান (প্রায় ৮৪৮ টাকা) দিতে হয়। থাকার কোনো বিকল্প না থাকায়, এই ছোট্ট টয়লেটকেই সে নিজের অস্থায়ী বাড়ি বানিয়েছে।

নিজের জায়গা পরিচ্ছন্ন রাখার চেষ্টা তরুণীটি সামাজিক যোগাযোগমাধ্যম ডুয়িন-এ তার অভিজ্ঞতা শেয়ার করেন। তিনি জানান, তিনি টয়লেটটি সর্বদা পরিষ্কার রাখার চেষ্টা করেন, যাতে সহকর্মী ও গ্রাহকরা এটি ব্যবহার করতে পারেন।

তার পোস্ট ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ তার সংগ্রামের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন, আবার কেউ সমাজের বৈষম্যের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন।

একজন ব্যবহারকারী লিখেছেন, “আমি কখনোই এমন কাউকে দোষারোপ করতে পারি না, যে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। বরং আমি তার মঙ্গল কামনা করি।”

আরেকজন মন্তব্য করেন, “এমন পরিস্থিতি সত্যিই হৃদয়বিদারক। যারা কঠোর পরিশ্রম করতে চায়, তাদের জন্য পৃথিবীকে আরও ন্যায্য হতে হবে।”

এই তরুণীর গল্প শুধু তার ব্যক্তিগত সংগ্রামের নয়, এটি বর্তমান সমাজের একটি নির্মম বাস্তবতাও তুলে ধরে, যেখানে অনেকেই অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত