ঢাকা, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ০৩ ২১:৩০:০৫
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

মিয়ানমার ও থাইল্যান্ডে ভয়াবহ ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই এবার ইন্দোনেশিয়ায় অনুভূত হলো ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বৃহস্পতিবার (৩ এপ্রিল) ভোরে দেশটির উত্তর মালুকু প্রদেশে এ কম্পন আঘাত হানে বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা।

ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল উত্তর হালমাহেরা রিজেন্সির লোলোদা উপ-জেলা থেকে ১২১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, সমুদ্রতলের ৪২ কিলোমিটার গভীরে। মানাডো ও বিতুং শহরসহ পার্শ্ববর্তী অঞ্চলেও কম্পন অনুভূত হয়। কয়েক মিনিট পর সেখানে ৪.৯ মাত্রার আফটারশক হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি।

অন্যদিকে, গত শুক্রবার মিয়ানমারে ৭ মাত্রার ভূমিকম্পে তিন হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়। এখনো বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, যাদের জীবিত উদ্ধারের সম্ভাবনা খুবই কম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত