ঢাকা, রবিবার, ৬ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১

শাওয়ালের ছয় রোজার ফজিলত

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ০৪ ১৫:৩০:৪৮
শাওয়ালের ছয় রোজার ফজিলত

শাওয়াল মাসে ছয় রোজা রাখা সুন্নত গুরুত্ববাহী গ্রহণীত্ব । আল্লাহর রাসুল (সা.) নিজে এই আমল করেছেন এবং উম্মুত করতে নির্দেশ দিয়েছেন । তিনি রমজানের সমস্তে রোজা গ্রহণ করে এবং শাওয়ালের ছয় রোজা রাখলে, তাহলে তারা পূরো বছর বছর রোজা পালন করেছে। (সহিহ মুসলিম)

ইমাম নববি (রহ.) শাওয়ালের ছয় রোজার ফজিলতের মাহাত্ম্য ব্যাখ্যা বলেছেন, যে রমজান মাস ২৯ বা অথবা ৩০ দিন ব্যাপি গ্রহণ করলে । রমজানের ৩০ রোজা এবং শাওয়ালের ছয় রোজা মিলে মোট ৩৬ টি রোজা হয়।

আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, "যে সতকাজ নিয়ে এসে, তার জন্য হবে তার দশ গুণ।" (সুরা আন'আম: ১৬০)

এর হিসাব হিসবে মোট ৩৬ টি রোজায় ১০ গুণ সোয়াব পেলে ৩৬০ দিন বা পূরো বছর রোজা রাখার সোয়াব পাওয়া যায়।

শাওয়ালের ছয় রোজা একটানা না রেখে বিরতি দিয়ে আলাদা আলাদা রাখলে। কেউ যদি একটানা রোজা রাখে তাতেও আদায় হয়ে যাবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ