ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

নিজেকে 'ইমাম মাহদী' দাবি করা শিক্ষক গ্রেপ্তার

ধর্ম ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১১ ১০:৫৯:২৫
নিজেকে 'ইমাম মাহদী' দাবি করা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার এক মাদ্রাসা শিক্ষক সামাজিক মাধ্যমে নিজেকে 'ইমাম মাহদী' হিসেবে দাবি করায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় গজালিয়া সালিয়া দাখিল মাদ্রাসায় গণিত বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বক্তব্যে তিনি বলেন, “তাহাজ্জুদের নামাজের পর ফজরের আগে এক নূরের আলোয় আমি আল্লাহর নাম দেখতে পাই। আমি জিজ্ঞেস করি মাহদী কে? তখন আল্লাহ বলেন, ‘তুমিই আমার মাহদী।’”

হাদিসের সঙ্গে নিজের পরিচয় মেলেনা কেন—এই প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, “আল্লাহ বলেছেন, এটা ছিল তাঁর বিশেষ কৌশল। যদি আগেই পরিচয় প্রকাশ হতো, তাহলে আমার ওপর অত্যাচার হতো—যেমন হয়েছিল এক ইয়েমেনি যুবকের, যিনি বিষ প্রয়োগে নিহত হন।”

ওই শিক্ষক জানান, তার নাম ‘মুহাম্মদ’ না হলেও, তার দাদী তাকে ‘আমানতুল্লাহ’ নামে ডাকতেন এবং মায়ের নাম ‘রমজা বেগম’। তিনি বলেন, “শৈশবে আমি নিজেকে ‘জবিউল্লাহ’র সন্তান’ বলেই পরিচয় দিতাম।”

ভিডিওতে তিনি আরও দাবি করেন, “২০২৪ সালের ২২ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন নাকি আলেমদের মাধ্যমে প্রকৃত মাহদীর সন্ধান চান।” তবে এই বক্তব্যের কোনও প্রমাণ পাওয়া যায়নি, বরং সংশ্লিষ্ট মহল এটিকে বিভ্রান্তিকর ও জনমনে বিভ্রান্তি ছড়াতে সক্ষম বলে মনে করছে।

এছাড়াও ভিডিওতে তিনি আল-আকসা মসজিদ ও ইহুদি সম্প্রদায় নিয়ে বেশ কিছু রাজনৈতিক ও ধর্মীয়ভাবে স্পর্শকাতর মন্তব্য করেন, যা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, ওই শিক্ষককে “ধর্মীয় উসকানি” এবং “ভুয়া পরিচয় প্রচার” সংক্রান্ত অভিযোগে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ একাধিক ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সাদিয়া/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত