ঢাকা, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

হঠাৎ উত্তাল শাহবাগের রাজপথ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৯ ১৫:২০:০১
হঠাৎ উত্তাল শাহবাগের রাজপথ, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আউটসোর্সিং ও চুক্তিভিত্তিক চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করায় চারপাশের রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে, ফলে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে পানি উন্নয়ন বোর্ড, বড়পুকুরিয়া কয়লা খনি, কর্ণফুলি গ্যাস ট্রান্সমিশন কোম্পানিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মচারীরা এই অবরোধে অংশ নিয়েছেন। যা এখনো চলমান রয়েছে।

সাভারের বাসিন্দা রানী বেগম, যিনি বারডেম হাসপাতালে ডায়াবেটিসের চিকিৎসা নিতে এসেছিলেন, যানজটে আটকা পড়ে বিপাকে পড়েছেন। তিনি বলেন, "ডাক্তার দেখানো শেষ হয়েছে, কিন্তু এখন বাড়ি যেতে পারছি না। দাঁড়িয়ে থাকতে ও কষ্ট হচ্ছে। আমি আন্দোলনকারীদের অনুরোধ করছি, অন্তত গাড়িগুলো ছেড়ে দিন।"

মোহাম্মদপুরগামী আরেক পথচারী বলেন, "আমি শনির আখড়া থেকে মেয়ের বাসা মোহাম্মদপুর যাচ্ছিলাম। গুলিস্তান থেকে হেঁটে এসেছি, কারণ রাস্তায় প্রচণ্ড জ্যাম। এখানে এসে দেখি অবরোধ চলছে। মনে হচ্ছে, বাকি পথও হেঁটেই যেতে হবে।"

অবরোধকারীরা জানান, তাদের কোনো অপরাধ ছাড়াই চাকরিচ্যুত করা হচ্ছে, যা অন্যায়। বিভিন্ন দপ্তর ও অধিদপ্তরে প্রশাসনিক অনুমোদনের অভাবে আউটসোর্সিং কর্মচারীদের কয়েক মাস বিনা বেতনে কাজ করতে বাধ্য করা হচ্ছে। তাদের দাবি, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে আগে সব ক্ষেত্রের বৈষম্য দূর করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শাহবাগ মোড়ের অবরোধ তুলে নেবেন না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত