ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

পিএসএলের শুরুতেই হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন খেলোয়াড়রা

ক্রিকেট ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১১ ২১:০৮:০৬
পিএসএলের শুরুতেই হোটেলে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন খেলোয়াড়রা

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৫-এর পর্দা উঠছে আজ, ১১ এপ্রিল। ইসলামাবাদ ইউনাইটেড বনাম লাহোর কালান্দার্সের মধ্যকার ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে আসর। কিন্তু উদ্বোধনী দিনের উত্তেজনার মাঝেই ঘটেছে এক ভয়াবহ অঘটন—হোটেলে অগ্নিকাণ্ডের মুখে পড়েছেন পিএসএলের খেলোয়াড়রা।

শুক্রবার বিকেলে ইসলামাবাদের ‘সেরেনা হোটেল’-এর সপ্তম তলায় হঠাৎ আগুন ধরে যায়। এই পাঁচতারকা হোটেলেই অবস্থান করছিলেন পিএসএলে অংশ নেওয়া বিভিন্ন দলের বিদেশি ক্রিকেটার ও স্টাফরা।

সামা টিভির বরাতে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। রাজধানীর সিটি করপোরেশন (CDA) জরুরি বিভাগের পরিচালক জাফর ইকবাল জানান, ছয়টি ফায়ার ট্রাক ও ৫০ জন কর্মীর দ্রুত অভিযানে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন কেবল হোটেলের উপরের তলায় সীমাবদ্ধ ছিল এবং অন্য কোনো ফ্লোরে ছড়ায়নি। সৌভাগ্যবশত, এতে কেউ হতাহত হয়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে খেলোয়াড়, স্টাফ ও অতিথিদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

প্রশাসন নিশ্চিত করেছে, এ ঘটনা কোনো ধরণের নাশকতা নয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, হোটেলের অবকাঠামোগত সমস্যার কারণেই আগুন লেগেছে।

টুর্নামেন্টের প্রথম দিনেই এমন দুর্ঘটনা কিছুটা আতঙ্ক তৈরি করলেও কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

এখন সব নজর মাঠের খেলায়—দর্শকরা অপেক্ষায় পিএসএলের রোমাঞ্চকর সূচনার।

সিদ্দিকা/

ট্যাগ: পিএসএল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত