ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

৮ ঘণ্টার নাটকীয়তায় বদলে গেলেন ট্রাম্প

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১১ ২২:৪৮:০০
৮ ঘণ্টার নাটকীয়তায় বদলে গেলেন ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব অর্থনীতি যখন টালমাটাল, তখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে বদলে ফেললেন নিজের অবস্থান। নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে যে ঝড় তুলেছিলেন, মাত্র ৮ ঘণ্টার নাটকীয় মোড়েই সেটির ইতি টানলেন।

৯ এপ্রিল, ট্রাম্প প্রশাসন শতবর্ষের মধ্যে সবচেয়ে বড় শুল্ক আরোপের ঘোষণা দেয় আমদানিকৃত পণ্যের ওপর। সঙ্গে সঙ্গে কাঁপে বিশ্ববাজার—এসঅ্যান্ডপি ৫০০ সূচক পড়ে যায় ১২ শতাংশ, বিনিয়োগকারীদের মাঝে ছড়িয়ে পড়ে ভয় ও অনিশ্চয়তা।

হোয়াইট হাউসের দাবি ছিল, এই কঠোর শুল্কনীতি ‘বৈশ্বিক অর্থনীতিকে পুনর্গঠন’-এর অংশ। কিন্তু দেশের ভেতরে এবং বাইরের চাপ এতটাই প্রবল হয়ে ওঠে যে, সিদ্ধান্তে স্থির থাকা যায়নি ট্রাম্পের পক্ষে।

বিশেষ করে রিপাবলিকান সিনেটরদের একাংশ ফক্স নিউজে সরাসরি ট্রাম্পের সমালোচনা করে, এমনকি ফোনেও তাকে ‘বিপজ্জনক অর্থনৈতিক সিদ্ধান্ত’ থেকে সরে আসতে বলেন। একইসঙ্গে, সুইজারল্যান্ডের প্রেসিডেন্টও ফোন করে উদ্বেগ জানান তাদের দেশের সম্ভাব্য ক্ষতির বিষয়ে।

এদিকে জেপি মরগ্যানের সিইও জেমি ডিমন এক সাক্ষাৎকারে বলেন, “এই অনিশ্চিত শুল্কনীতি দীর্ঘস্থায়ী হলে মার্কিন অর্থনীতি মন্দার মুখে পড়তে পারে।” ট্রাম্পের সিদ্ধান্তে এই মন্তব্যেরও ভূমিকা ছিল বলে মনে করছেন অনেকে।

সব চাপ বিবেচনায় নিয়ে, অবশেষে বুধবার বিকেলে ট্রাম্প জানিয়ে দেন—চীনের সঙ্গে বাণিজ্যিক দ্বন্দ্ব চলবে ঠিকই, তবে অন্যান্য দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ ‘স্থগিত’ থাকবে। এবং বিশেষভাবে বলেন, “এই সিদ্ধান্ত আমরা হৃদয় থেকে নিয়েছি, কোনও আইনজীবীর পরামর্শ ছাড়াই।”

এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে ফিরতে শুরু করে ইতিবাচক গতি। শেয়ারবাজারে ওঠে স্বস্তির হাওয়া। বিশ্লেষকরা বলছেন, এই ইউ-টার্ন ট্রাম্পের ‘নীতির অনিশ্চয়তা’ আরও একবার স্পষ্ট করল, তবে স্বল্পমেয়াদে এটি বিশ্বের জন্য স্বস্তির বার্তা।

তবে ট্রাম্প যেভাবে হঠাৎ করে সিদ্ধান্ত বদলান, তাতে এই স্থগিতাদেশ কতটা স্থায়ী হবে—সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত