ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

৮ স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে কেমন আছেন যুবক

২০২৫ এপ্রিল ১২ ১০:৩২:৪০
৮ স্ত্রীকে নিয়ে একই ছাদের নিচে কেমন আছেন যুবক

নিজস্ব প্রতিবেদক: ‘সতিন’ শব্দটি শুনলেই অনেকের চোখে ভেসে ওঠে ঝগড়া-বিবাদের দৃশ্য। এক বাড়িতে একাধিক স্ত্রী মানেই যেন পারস্পরিক দ্বন্দ্বের অনিবার্য বাস্তবতা। তবে থাইল্যান্ডের ওং ড্যাম সোরোট সেই চিরাচরিত ভাবনার পুরো বিপরীত এক উদাহরণ। তিনি সুখে সংসার করছেন এক ছাদের নিচে আটজন স্ত্রী নিয়ে—তাও আবার সবার সম্মতিতে, ভালোবাসায়।

শুনতে অবাক লাগলেও এটি কোনো গল্প বা সিনেমার দৃশ্য নয়—এটি একদম বাস্তব ঘটনা, যা বর্তমানে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছে। কারণ যেখানে একজন স্ত্রীকে নিয়েই অনেক পুরুষের দম বন্ধ হয়ে আসে, সেখানে সোরোট দিব্যি সংসার চালাচ্ছেন আট স্ত্রীকে নিয়ে!

অনেকে মনে করেন, নিশ্চয়ই অনেক ধনসম্পত্তির মালিক বলেই এতজন স্ত্রীকে একত্রে রাখতে পারছেন তিনি। কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন। সোরোট জানিয়েছেন, তিনি পেশায় একজন সাধারণ ট্যাটু শিল্পী। বড় কোনো আর্থিক সামর্থ্য নেই তার। তবে তার স্ত্রীরা প্রত্যেকেই স্বাবলম্বী, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি—সবাই মিলেই সংসার চালান একসঙ্গে।

সবচেয়ে চমকপ্রদ দিক হলো, সোরোট কখনো তার স্ত্রীদের লুকিয়ে বিয়ে করেননি। বরং প্রত্যেকের সঙ্গে প্রেমের সময়ই আগেই জানিয়ে দিয়েছেন তার অন্য স্ত্রীদের কথা। এবং অবাক করার মতো বিষয় হলো—তারা সবাই জেনে-বুঝেই তাকে বিয়ে করেছেন। কারণ, তাদের ভাষায়—"আমরা ওর প্রেমে পাগলের মতো পড়ে গিয়েছিলাম।"

সোরোট জানান, তার প্রথম স্ত্রী নাং স্প্রাইট-এর সঙ্গে পরিচয় হয় এক বন্ধুর বিয়েতে। প্রথম দেখাতেই প্রেম, তারপর বিয়ে। দ্বিতীয় স্ত্রী নাং এল-এর সঙ্গে দেখা হয় বাজারে, তৃতীয় স্ত্রী নাং নেনে-র সঙ্গে এক হাসপাতালে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্ত্রী এসেছেন ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকে পরিচয়ের সূত্র ধরে। সপ্তম স্ত্রী নাং ফিল্ম-এর সঙ্গে দেখা এক মন্দিরে, মায়ের সঙ্গে পূজায় গিয়েছিলেন সোরোট। আর অষ্টম স্ত্রী নাং মেই-এর সঙ্গে পরিচয় হয় একেবারে নাটকীয়ভাবে—যখন তিনি আগের সাত স্ত্রীকে নিয়ে হানিমুনে গিয়েছিলেন!

সোরোটের প্রথম স্ত্রীর ঘরে রয়েছে একটি ছেলে। এছাড়া আরও দুই স্ত্রী বর্তমানে সন্তানসম্ভবা। পরিবারের সবাই একে অপরকে সম্মান করেন, সহযোগিতা করেন। এবং, সোরোট নিজেও প্রতিটি স্ত্রীর প্রতি সমান মনোযোগী, ভালোবাসায় ভরপুর—এটাই এই ব্যতিক্রমী সংসারের মূল চাবিকাঠি।

যেখানে আমাদের সমাজে অনেক পুরুষই একাধিক বিয়ে করলেও তা গোপনে করেন, সেখানে সোরোট সম্পর্ককে ভিত্তি করেছেন খোলামেলা যোগাযোগ ও স্বচ্ছতার ওপর। আর তাই হয়তো, তিনি আজ বিশ্বজুড়ে হয়ে উঠেছেন এক 'বিস্ময়কর প্রেমিক'—যার প্রেমে আটজন নারী একসঙ্গে বসবাস করছেন, শান্তিতে, সম্মতিতে, ভালোবাসায়।

সোহাগ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত