ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

জনগণ এই সরকারকে পাঁচ বছর চায়—বিএনপির দাবি, সম্পূর্ণ মিথ্যা

২০২৫ এপ্রিল ১২ ১২:০০:২৩
জনগণ এই সরকারকে পাঁচ বছর চায়—বিএনপির দাবি, সম্পূর্ণ মিথ্যা

নিজস্ব প্রতিবেদক: "জনগণ বর্তমান সরকারকে আরও পাঁচ বছর দেখতে চায়"—সরকারপন্থী মহলের এমন বক্তব্যকে "সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর" আখ্যা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান

তিনি বলেন, “কিছু উপদেষ্টা হয়তো মনে করছেন তারা এখনো জনপ্রিয়, তাই পাঁচ বছর ক্ষমতায় থাকার বাসনায় বিভোর। অথচ বাস্তবতা হলো—জনগণ চায় একটি জবাবদিহিমূলক, গণতান্ত্রিক সরকার, যারা সত্যিকার অর্থে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসবে।”

শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে আয়োজিত এক সমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন রিপন।

রিপন বলেন, “সংবিধানে পরিষ্কারভাবে বলা আছে, সংসদ সদস্যরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন এবং তারাই সরকার গঠন করবেন। কিন্তু গত ১৫ বছর এই নীতি লঙ্ঘিত হয়েছে। ২০২৪ সালের আগস্টে গণ-আন্দোলনের মধ্য দিয়ে সেই অগণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটেছে।”

তিনি আরও বলেন, “এই পরিবর্তনের জন্য অনেকে প্রাণ দিয়েছেন, হয়েছেন শহীদ। তাদের ত্যাগ আমাদের অনুপ্রেরণা, সেই চেতনা হৃদয়ে ধারণ করতে হবে।”

দলীয় প্রধান উপদেষ্টার ভূয়সী প্রশংসা করে রিপন বলেন, “তার নেতৃত্বে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি আগ্রহ তৈরি হয়েছে। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন—‘বাংলাদেশে এমন নির্বাচন হবে যা বিশ্বে উদাহরণ হবে’— সেই প্রতীক্ষায় আছে দেশের মানুষ।”

বিএনপির অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা প্রসঙ্গে রিপন সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা দেখছি কেউ কেউ ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ লোকদের দলে আনার চেষ্টা করছেন। বিএনপিতে কি লোকের অভাব? কোটি কোটি মানুষ বিএনপির আদর্শে বিশ্বাস করে। তাহলে আওয়ামী ঘরানার লোকদের কেন পুনর্বাসন করা হচ্ছে?”

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “যারা আওয়ামী লীগের নেতাদের প্রশ্রয় দেবেন বা দলে টানবেন—তাঁরা যত প্রভাবশালীই হোন, তাদের বয়কট করতে হবে। এমন নেতাদের বহিষ্কার করা হবে। এ সিদ্ধান্ত এসেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে।”

আসাদুজ্জামান রিপনের বক্তব্যে উঠে এসেছে বিএনপির মূল বার্তা—জনগণ চায় একটি গণতান্ত্রিক সরকার, যেখানে থাকবে জবাবদিহিতা, ন্যায্য নির্বাচন ও জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব। সংখ্যাগরিষ্ঠতার অজুহাতে ক্ষমতা আঁকড়ে থাকার যে মানসিকতা, সেটিকে জনগণ সমর্থন করে না বলেই দাবি বিএনপির।

সিদ্দিকা/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত