ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির অভিযোগে বিস্ফোরক মন্তব্য সাবেক ছাত্রলীগ নেতার

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১২ ১৪:১৪:২১
আওয়ামী লীগ নেতাদের দুর্নীতির অভিযোগে বিস্ফোরক মন্তব্য সাবেক ছাত্রলীগ নেতার

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে তিনি বিদ্যুৎ খাতের দুর্নীতির চিত্র তুলে ধরে কড়া ভাষায় সমালোচনা করেন। নাজমুল তাকে অভিহিত করেন “সর্বকালের সেরা বিদ্যুৎ চোর” হিসেবে।

নাজমুল অভিযোগ করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিদ্যুৎ খাতে যে উন্নয়ন হয়েছে, তা কয়েকজন প্রভাবশালী ব্যক্তির দুর্নীতির কারণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। তিনি লেখেন, “নেত্রী ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে দিনরাত পরিশ্রম করেছেন। অথচ সেই সাফল্যের সুযোগ নিয়ে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী লুটপাটে মেতে উঠেছে।”

রমজান মাসে হঠাৎ করে দেখা দেওয়া লোডশেডিং সম্পর্কে তিনি মন্তব্য করেন, এটি ছিল সম্পূর্ণ পরিকল্পিত। “প্রধানমন্ত্রীর অজান্তে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। এর নেপথ্যে ছিলেন বিপু এবং তার সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী আমলা,”—এমনটিই দাবি করেন তিনি।

নাজমুল আরও বলেন, “নেত্রী ভেবেছিলেন, বড় ব্যবসায়ী পরিবারের সন্তান দায়িত্ব পেলে দুর্নীতিমুক্ত থাকবে। কিন্তু বিপু সেই আস্থাকে ধুলোয় মিশিয়ে দিয়েছে।” তিনি শুধু একজন ব্যক্তিকে নয়, বরং পুরো পরিবারকে দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত বলে উল্লেখ করেন। “তাদের গত দশ বছরের জীবনযাপন দেখে মনে হয়, তারা রাজা আর আমরা প্রজা,”—এই ভাষায় নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।

স্ট্যাটাসে নাজমুল লিখেছেন, “বিপুর সন্তানরা ভিআইপি জীবনযাপন করছে, আর মাঠের নেতাকর্মীরা ন্যূনতম চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে।”

নিজের অবস্থান পরিষ্কার করে তিনি বলেন, “আমি সরকারি দলে থেকেও অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, অপপ্রচারের জবাব দিয়েছি। বড় নেতাদের বিরুদ্ধেও অবস্থান নিয়েছি, কারণ ন্যায়ের পক্ষে থাকা আমার নৈতিক দায়িত্ব।”

সবশেষে তিনি উল্লেখ করেন, “নেত্রী বারবার বলেছেন, এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়—আমি ব্যক্তিগতভাবে সেটা শতভাগ বিশ্বাস করি।”

এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সাবেক এই ছাত্রলীগ নেতার এমন সরাসরি বক্তব্যে বিদ্যুৎ খাতের দুর্নীতি ও দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্ব আবারও আলোচনায় এসেছে।

— শেখ ফরিদ/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত