ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

কারাগারে ব্যারিস্টার সুমনের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার যা জানা গেল

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১২ ১৪:৩৩:৫০
কারাগারে ব্যারিস্টার সুমনের ‘ঝুলন্ত মরদেহ’ উদ্ধার যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি গুজব দাবী করছে—কারাগারে ফাঁসিতে ঝুলে “মৃত্যুবরণ করেছেন ব্যারিস্টার সুমন।” শিরোনাম ছিল, “কারাগারে ব্যারিস্টার সুমনের ঝুলন্ত মরদেহ উদ্ধার!” যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। তবে বাস্তবতা একেবারেই ভিন্ন। বিশ্বস্ত ফ্যাক্টচেকিং সংস্থা রিউমর স্ক্যানার এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে নিশ্চিত করেছে।

রিউমর স্ক্যানারের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া এসব পোস্টে একটি নির্দিষ্ট লিংক যুক্ত করা হয়, যা ক্লিক করলে ব্যবহারকারী এক অপ্রকাশিত ব্লগসাইটে প্রবেশ করেন। সেখানে ব্যারিস্টার সুমনের ছবি আর চমকপ্রদ এক শিরোনাম ছাড়া কোনো নির্ভরযোগ্য তথ্য নেই। কয়েক সেকেন্ডের মধ্যেই লিংকটি ব্যবহারকারীকে নিয়ে যায় একটি বিজ্ঞাপন-ভিত্তিক ও সন্দেহজনক ওয়েবসাইটে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ অক্টোবর হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে মিরপুর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দুটি হত্যা মামলা এবং বনশ্রী এলাকার মুদি দোকানি হত্যার অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি এসব মামলার কারণে কারাবন্দি।

তবে তার মৃত্যু সংক্রান্ত যেসব গুজব ছড়ানো হয়েছে, সেগুলোর পক্ষে কোনো গণমাধ্যম, পুলিশ, কিংবা কারা কর্তৃপক্ষই সুনির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেনি। বরং সব জায়গা থেকেই নিশ্চিত করা হয়েছে—এটি একটি সাজানো গুজব।

রিউমর স্ক্যানারের প্রতিবেদনে উল্লেখ করা হয়:

✅ ব্যারিস্টার সুমনের মৃত্যুর কোনো সত্যতা নেই। ✅ কারাগারে এমন কোনো ঘটনার প্রমাণ মেলেনি। ✅ মিথ্যা শিরোনাম, বিভ্রান্তিকর ছবি এবং ক্লিকবেইট লিংকের মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে গুজব ছড়ানো হয়েছে।

এ ধরনের ভুয়া খবর থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে রিউমর স্ক্যানারসহ বিভিন্ন তথ্যনির্ভর প্রতিষ্ঠান। গুজব প্রতিরোধে তথ্য যাচাই করে মত গঠনের পরামর্শ দেওয়া হয়েছে।

— সাকিল

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত