ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ড্রোন হামলা

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১৩ ১১:১৯:৪৪
ভারতীয় ওষুধ কোম্পানির গুদামে রাশিয়ার ড্রোন হামলা

নিজস্ব প্রতিবেদক: ইউক্রেনে ভারতীয় ওষুধ কোম্পানি ‘কুসুম ফার্মাসিউটিক্যালস’-এর একটি গুদাম রাশিয়ার হামলায় ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে কিয়েভ। হামলার ঘটনায় শিশু ও প্রবীণদের জন্য সংরক্ষিত বিপুল পরিমাণ ওষুধ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে।

১২ এপ্রিল শনিবার, ভারতে অবস্থিত ইউক্রেনীয় দূতাবাস এক বিবৃতিতে জানায়—এই হামলা ছিল ‘ইচ্ছাকৃত’ এবং এটি প্রমাণ করে যে রাশিয়া ভারতীয় বিনিয়োগকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তারা উল্লেখ করে, “রাশিয়া যতই ভারতের সঙ্গে ‘বিশেষ বন্ধুত্ব’ বজায় রাখার দাবি করুক, বাস্তবে তারা সেই সম্পর্কের কোনো সম্মান দেখাচ্ছে না।”

এদিকে ইউক্রেনে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানান, হামলাটি আসলে ড্রোনের মাধ্যমে চালানো হয়েছে, ক্ষেপণাস্ত্র নয়। তার ভাষায়, “আজ সকালে একটি রাশিয়ান ড্রোন কিয়েভে একটি বৃহৎ ওষুধের গুদাম ধ্বংস করেছে। এতে শিশু ও প্রবীণদের জন্য সংরক্ষিত গুরুত্বপূর্ণ ওষুধ পুড়ে ছাই হয়ে গেছে।”

তিনি এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রাশিয়ার “সন্ত্রাসমূলক অভিযান” বলে উল্লেখ করেন।

অন্যদিকে, একই দিনে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত কূটনৈতিক ফোরামে যুদ্ধবিরতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সেখানে ইউক্রেনের উপপররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিহা বলেন, “যুদ্ধবিরতির আলোচনায় ন্যাটো সদস্যপদ বিষয়টি কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।” এই বক্তব্যের জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পাল্টা মন্তব্য করে বলেন, “ইউক্রেনকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার চেষ্টাই এই যুদ্ধের মূল কারণ। এই ভুল সবচেয়ে আগে ধরেছিলেন ট্রাম্প।”

এদিকে, হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে—ডোনাল্ড ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।

ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন—যদি রাশিয়া পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি না হয়, তবে আরও কঠোর নিষেধাজ্ঞা জারি করা হবে।

—রাকিব/

ট্যাগ: হামলা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত