ঢাকা, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২

আদালতে দুই স্ত্রীর দ্বন্দ্বে বিপাকে স্বামী

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১৩ ১৯:১১:১৭
আদালতে দুই স্ত্রীর দ্বন্দ্বে বিপাকে স্বামী

নিজস্ব প্রতিবেদক: ঢাকার একটি আদালত চত্বরে সম্প্রতি ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা, যেখানে দুই স্ত্রীর সংঘর্ষের মাঝে পড়ে চরম বিপাকে পড়েন এক ব্যক্তি। মূলত পারিবারিক একটি মামলার হাজিরা দিতে আদালতে উপস্থিত হন তারা, কিন্তু ঘটনাটি দ্রুতই নাটকীয় রূপ নেয়।

ঘটনার সূত্রপাত হ্যাপি আক্তার ও শাহনাজ নামের দুই নারীর উপস্থিতিতে, যাদের দুজনেই দাবি করেন ঐ ব্যক্তি তাদের স্বামী। শুরুতে কথাকাটাকাটি হলেও পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, এক পর্যায়ে তারা শারীরিকভাবে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুই পক্ষের সঙ্গে আরও কয়েকজন ছিলেন, যাদের আচরণও ছিল রীতিমতো হিংসাত্মক।

পুরুষটি অভিযোগ করেন, হ্যাপি তাকে প্রতারণার মাধ্যমে বিয়ে করেন। বিয়ের পর তিনি জানতে পারেন, হ্যাপির আগেও একটি সংসার ছিল এবং তার দুটি সন্তান রয়েছে। তিনি আরও জানান, হ্যাপি তার ওপর চাপ প্রয়োগ করে এবং একাধিক মিথ্যা মামলায় জড়িয়ে তাকে হয়রানি করছেন। এমনকি হ্যাপি ও শাহনাজ মিলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এবং তার ব্যক্তিগত জিনিসপত্র, মেডিকেল রিপোর্ট ও গহনা আটকে রেখেছেন।

অন্যদিকে হ্যাপির বক্তব্য, তিনি নিজেই প্রতারণার শিকার। তার দাবি, তাকে প্রেম ও বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্কে জড়ানো হলেও পরে তিনি জানতে পারেন ঐ ব্যক্তির আগেও একটি পরিবার রয়েছে—স্ত্রী ও সন্তানসহ। বর্তমানে তিনি তালাক প্রক্রিয়ার মধ্যে রয়েছেন এবং একাধিক পক্ষের চাপের মুখে পড়েছেন বলে জানান।

ঘটনার সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা চরমে পৌঁছায়, ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করতে বাধ্য হয়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই মন্তব্য করেন, “একজন মানুষের একাধিক সম্পর্ক, তথ্য গোপন করা এবং প্রতারণার মতো বিষয়গুলো সমাজে প্রায়ই ঘটে চলেছে, যা আমাদের পারিবারিক মূল্যবোধকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে।”

শীলা/

ট্যাগ: সতীন

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত