ঢাকা, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশের প্রতিবাদে কেঁপে উঠল ইসরায়েল বিশ্ব মিডিয়ায় তোলপাড় (ভিডিওসহ)

বিশ্ব ডেস্ক . ২৪ নিউজ
২০২৫ এপ্রিল ১৩ ২০:৫৯:২৪
বাংলাদেশের প্রতিবাদে কেঁপে উঠল ইসরায়েল বিশ্ব মিডিয়ায় তোলপাড় (ভিডিওসহ)

নিজস্ব প্রতিবেদক: যখন গাজার ধ্বংসস্তূপে কান্নায় ভেঙে পড়ছে নারী-শিশুরা, নির্বিচারে ঝরে পড়ছে নিরীহ প্রাণ—তখন অনেক আরব নেতাই নিরব দর্শক। কিন্তু বাংলাদেশ ছিল ব্যতিক্রম। সাহসিকতার সেই উদাহরণ গড়ে বাংলাদেশ আবারও প্রমাণ করেছে—মানবতার পাশে দাঁড়ানোর সাহস এই জাতির হৃদয়ে বেঁচে আছে।

গত শনিবার ঢাকার বুকে এক ঐতিহাসিক দৃশ্যের জন্ম হয়। ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে লাখো মানুষ রাস্তায় নামে। সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পর্যন্ত জনস্রোত পরিণত হয় এক উত্তাল প্রতিবাদে। সবার মুখে এক সুর—“ফ্রি ফ্রি প্যালেস্টাইন!”

এই প্রতিবাদের গর্জন শুধু দেশের গণ্ডিতেই সীমাবদ্ধ থাকেনি, বিশ্ব মিডিয়ার শিরোনামে জায়গা করে নেয় বাংলাদেশ। টাইমস অফ ইসরায়েল, আলজাজিরা, ওয়াশিংট পোস্ট, এসোসিয়েটেড প্রেস, আরব নিউজ, দ্য ইন্ডিপেনডেন্ট—সবখানেই ছড়িয়ে পড়ে এই ঐতিহাসিক প্রতিবাদের খবর।

টাইমস অফ ইসরায়েলের ভাষায়, “বাংলাদেশে গাজার ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে যে বিশাল জনসমুদ্র দেখা গেছে, তা ইসরায়েলি সমাজ ও নেতৃত্বকে চমকে দিয়েছে।”

মিছিলে অনেকেই অংশ নেন প্রতীকী কফিন হাতে, কেউ কেউ নাট্যরূপে ব্যঙ্গ করেন নেতানিয়াহু, ট্রাম্প, মোদি ও কিছু আরব নেতাদের। প্রতিবাদের ভাষা ছিল গভীর, বেদনাবিধুর এবং দুর্বার।

বাংলাদেশের সব শ্রেণি-পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হন—রাজনৈতিক দল, ইসলামী সংগঠন, ছাত্র সমাজ, সাধারণ নাগরিক—সবাই। বিএনপিসহ বহু রাজনৈতিক দল প্রকাশ্যে সংহতি জানায়।

গৌরবের সঙ্গে বলতে হয়—বাংলাদেশ এমন একটি স্বাধীন রাষ্ট্র, যার ১৭ কোটি মানুষ বরাবরই নিপীড়িত ফিলিস্তিনের পাশে থেকেছে। এই দেশ কখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং সবসময় গাজা ও ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে।

এই দিনেই, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আবারও গাজায় নতুন হামলার হুমকি দেন। বিবিসির প্রতিবেদনে উঠে আসে, খান ইউনিসসহ বহু এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নিতে বলা হয়েছে।

কিন্তু বাংলাদেশ তার অবস্থানে অবিচল—এই জাতি জানে, মানবতার জন্য কণ্ঠ তুলতে হয়। আর আল্লাহর উপর আস্থা রেখে বাংলাদেশ সেই সাহস দেখিয়ে যাচ্ছে।

এই প্রতিবাদ কেবল শোরগোল নয়, এটি এক সুস্পষ্ট বার্তা— “ফিলিস্তিনের স্বাধীনতা না আসা পর্যন্ত আমরা চুপ থাকব না।”

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন-

—লাকি/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত