সদ্য সংবাদ
বিএমজেপি: ভারতের বিজেপির ছায়া নাকি কেবল নামেই মিল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধন পেয়েছে, নাম—বাংলাদেশ জনতা পার্টি (বিএমজেপি)। নাম এবং পতাকা দেখে অনেকেই ভাবছেন, এটি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি-র কোনো শাখা কি না। কারণ, দলটির নামের আদল এবং পতাকা দুটোই ভারতীয় বিজেপির সঙ্গে অসাধারণ মিল রাখে।
তবে বাস্তবতা একটু ভিন্ন। দলটি এখন পর্যন্ত কোনো দৃশ্যমান কার্যক্রম শুরু করেনি। নেই কোনো জেলা পর্যায়ের সংগঠন বা দলীয় কার্যালয়। এমনকি কেন্দ্রীয় কার্যালয় হিসেবেও দলটি সভাপতির বাসার ঠিকানাকে ব্যবহার করছে—ঢাকার ইন্দিরা রোডের একটি আবাসিক ভবন, যেখানে নেই কোনো ব্যানার, সাইনবোর্ড বা রাজনৈতিক কর্মতৎপরতার চিহ্ন।
ভবনের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সেখানে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম চোখে পড়েনি, এমনকি অনেকে এই দলের নামই শোনেননি। যদিও দলের সভাপতি সুকৃতি কুমার মণ্ডল দাবি করেছেন, ভবনের নিচতলায় তাদের অফিস আছে, তবে তিনি বাসায় না থাকায় সেটি বন্ধ ছিল।
প্রশ্ন উঠছে—যে দলের কোনো কার্যকর উপস্থিতিই নেই, তারা কীভাবে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন পেল?
বাংলাদেশের আইনে রাজনৈতিক দল নিবন্ধনের জন্য যে কোনো একটি শর্ত পূরণ করতে হয়:- অন্তত একবার সংসদ নির্বাচনে জয়ী হতে হবে,- অথবা গড়ে ৫% ভোট পেতে হবে,- অথবা থাকতে হবে একটি সক্রিয় কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় অফিস, দেশের এক-তৃতীয়াংশ জেলায় অফিস এবং অন্তত ১০০টি উপজেলায় সক্রিয় ইউনিট যেখানে প্রতিটিতে কমপক্ষে ২০০ জন ভোটার সদস্য থাকতে হবে।
কিন্তু অভিযোগ রয়েছে, বিএমজেপি এই শর্তগুলোর একটিও পূরণ করেনি। প্রাথমিকভাবে ইসি দলটিকে নিবন্ধন দেয়নি। তবে হাইকোর্টের আদেশে শেষ পর্যন্ত নিবন্ধন দিতে বাধ্য হয় তারা।
বিশিষ্ট আইনজীবীরা বলছেন, শর্ত না মেনে কোনো দলকে নিবন্ধন দেওয়া হলে সেটি প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। এতে দেশের রাজনৈতিক পরিবেশ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব পড়ে।
একজন জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “কেউ চাইলে নিজের স্ত্রী বা পরিবারের সদস্যদের নিয়ে দল গঠন করতে পারেন, কিন্তু সেটি রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেতে হলে জনগণের মধ্যে গ্রহণযোগ্যতা থাকতে হবে। শুধুমাত্র নাম লিখিয়ে দল গড়ে নিলেই গণতন্ত্র হয় না।”
ইসি এই নিবন্ধন নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি। তবে কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে—তারা কেবল আদালতের নির্দেশ পালন করেছে।
বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫০টি। এর মধ্যে জামায়াতে ইসলামীর নিবন্ধন ২০০৯ সালে আদালতের রায়ে বাতিল হয়েছে, যা তারা এখনো ফিরে পেতে চেষ্টা করছে।
বিএমজেপিকে নিয়ে এই নতুন বিতর্ক সামনে নিয়ে এসেছে আরও বড় এক প্রশ্ন—**রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া কতটা স্বচ্ছ? এবং রাজনীতির মান উন্নয়নে নির্বাচন কমিশনের ভূমিকাই বা কতটা জবাবদিহিমূলক?
সিদ্দিকা/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জানা গেল হাদীকে কারা করে গু’লি? রিকশায় ছিলেন তিনি
- নবম পে-স্কেল: চালু ১ জানুয়ারি ২০২৬ থেকে, যা জানালেন সরকারি কর্মচারীরা
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ-দেখুন ফলাফল
- মোহাম্মদপুরে হ’ত্যাকান্ড: বেরিয়ে এলো আঁতকে ওঠার মতো তথ্য
- কানে চুল গজানো কিসের লক্ষণ? জানলে অঁতকে যাবেন
- নবম পে স্কেল কাঠামো আসছে ৩ ধাপে, দেখুন কবে থেকে কার্যকর
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: ২ গোলে শেষ হল ম্যাচ, দেখুন ফলাফল
- ভয়াবহ ভূমিকম্প: কম্পন ৭ মাত্রার
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: কোথায়, কখন-সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- আর্জেন্টিনা বনাম বাংলাদেশ আজকের ম্যাচ সরাসরি দেখুন (LIVE)
- কাল বাংলাদেশ বনাম আর্জেন্টিনার ম্যাচ: যেভাবে দেখবেন সরাসরি (LIVE)
- মোহাম্মদপুরের হ’ত্যা’কান্ড: কারন জানালেন গৃহকর্মী
- চলছে ব্রাজিল বনাম বাংলাদেশ ম্যাচ; লাইভ দেখুন এখানে
- ভয়াবহ ভূমিকম্প: এবার কম্পন ৬.৭ মাত্রার-উৎপত্তিস্থল কোথায়?
- লাইভ স্কোর: ৩০ মিনিটে ব্রাজিল ২-০ গোলে এগিয়ে, খেলা দেখুন এখানে