ঢাকা, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

খালেদা জিয়ার গাড়ি বহরে হা’ম’লা, আ’ট’ক ১

জাতীয় ডেস্ক . ২৪ নিউজ
২০২৪ অক্টোবর ১৯ ২০:৩৮:২৩
খালেদা জিয়ার গাড়ি বহরে হা’ম’লা, আ’ট’ক ১

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় দীর্ঘ ৭ বছর পর মামলা করা হয়েছে। গত শুক্রবার (১৮ অক্টোবর), মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী বাদী হয়ে এই মামলা দায়ের করেন বলে জানা গেছে। এতে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনসহ ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়, ২০১৭ সালের ২৮ অক্টোবর বেগম খালেদা জিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকায় হামলা চালানো হয়। অভিযোগে বলা হয়, গাড়ি বহরটি গতিরোধ করে সাবেক মন্ত্রী মোশাররফ হোসেন ও অন্যান্য নেতাদের নেতৃত্বে লাঠিসোটা, রাম দা, লাঠিসোটা, কিরিচসহ হামলা চালানো হয়। এতে ৫-৭টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকার সম্পত্তি নষ্ট হয়। হামলার পাশাপাশি বিএনপি নেতাকর্মীদের ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য যে এ মামলার ভিত্তিতে শনিবার (১৯ অক্টোবর) আরিফ উদ্দিন নাঈম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার জানান, মামলায় বর্ণিত অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

হামজার কারণে সিঙ্গাপুর হারল

হামজার কারণে সিঙ্গাপুর হারল

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান কাপ বাছাইপর্বের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ দলের আত্মবিশ্বাস খুবই উচ্চ পর্যায়ে। সিঙ্গাপুরের তুলনায় সব দিক থেকেই... বিস্তারিত